আপনজন ডেস্ক: দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ—এটা শুনলে অনেকের চোখের সামনেই হয়তো ভেসে উঠবে তুমুল রক্ষণাত্মক একটা দলের ছবি। যে দল বেশির ভাগ ম্যাচেই রক্ষণে বসে থাকে, সুযোগ পেলে প্রতি–আক্রমণ থেকে দু-একটি গোল করে আবার রক্ষণে এসে ‘বাস থামিয়ে’ রাখে!এই আতলেতিকো মাদ্রিদই গতকাল দেখা দিয়েছিল অন্য রূপে। প্রতিপক্ষকে ভাসিয়ে দিয়েছে গোলবন্যায়। রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগার ম্যাচটি ৭-০ গোলে জিতেছে তারা। ম্যাচটি তারা খেলেছে ভায়েকানোর মাঠে। প্রতিপক্ষের মাঠে লা লিগায় এটাই আতলেতিকোর ইতিহাসে সবচেয়ে বড় জয়।আঁতোয়ান গ্রিজমান, মেম্ফিস ডিপাই ও নাহুয়েল মলিনার গোলে সিমিওনের দল ৩৬ মিনিটের মধ্যেই ৩-০–তে গোলে এগিয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের মধ্যে ৪টি গোল করে তারা। ৭৩ থেকে ৮৬—এই ১৩ মিনিটে গোল চারটি করেন আলভারো মোরাতা (২টি), আনহেল কোরেয়া ও মার্কোস ইয়োরেন্তে।এই জয়ের পর ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। ৩ ম্যাচ থেকে পুরো ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭ পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে জিরোনা ও বার্সেলোনা।এমন জয়ের পর আতলেতিকোর ফরাসি ফরোয়ার্ড গ্রিজমান বলেছেন, ‘শুরু থেকেই অসাধারণ এক ম্যাচ গেছে আমাদের। গুরুত্বপূর্ণ ৩টি পয়েন্ট পেয়েছি। দুর্দান্ত দলীয় খেলার জন্য আমি খুব খুশি।’২১ শতকে লা লিগায় এই নিয়ে দ্বিতীয়বার এক ম্যাচে ৭ গোল করল আতলেতিকো। এর আগে ২০১৩ সালে ঘরের মাঠে হেতাফের বিপক্ষে ৭-০ গোলে জিতেছিল তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct