আপনজন ডেস্ক: সীমান্তে উত্তেজনা কমাতে দক্ষিণ আফ্রিকায় নরেন্দ্র মোদি ও সি চিন পিংয়ের বৈঠকের পরই নতুন করে বিতর্ক সৃষ্টি করল চিন। সোমবার তারা নতুন যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে গোটা অরুণাচল প্রদেশকে চিনের অংশে ঢোকানো হয়েছে। সেই সঙ্গে মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে আকসাই চিনকেও। ভারতের এই দুই অংশই শুধু নয়, তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরকেও তারা তাদের অংশ বলে দাবি করেছে। চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস ‘এক্স’ হ্যান্ডেল (সাবেক টুইটার) মারফত এই খবর দিয়ে জানিয়েছে, চিনের সীমারেখা ও আন্তর্জাতিক নীতি মেনেই এই মানচিত্র প্রকাশ করা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত এবং আকসাই চিন বলে বলে বেজিং যে মানচিত্র প্রকাশ করেছে তা সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেছেন, চিনের এটি ‘অবাস্তব দাবি’। ১৯৬২-র যুদ্ধে দখল করা অংশকে শি জিনপিংয়ের দেশ নিজেদের ভূখণ্ড বলে মানচিত্রে দেখিয়েছে। জি ২০ বৈঠকের আগে যে ঘটনা নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে এই নিয়ে তিক্ততা শুরু হয়ে গিয়েছে। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর সাফাই গেয়ে বলেছেন, এরকম মানচিত্র প্রকাশ করা চিনের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আর অন্য দেশের জমিকে নিজের বলে দেখালেই তা ওদের হয়ে যায় না। এর কোনও অর্থ নেই।সাক্ষাৎকারে বিদেশমন্ত্রীর বলেন, মানচিত্রে চিন যে ভূখণ্ড তাদের বলে দাবি করেছে, তা ওদের নয়। এটা ওদের পুরনো অভ্যাস। ভারতের অংশ ওদের মানচিত্রে দেখানোয় কিছুই বদলে যায় না। আমাদের ভূখণ্ড সম্পর্কে আমাদের স্পষ্ট জ্ঞান আছে। অবাস্তব দাবি করলেই অন্যের জমি নিজের হয়ে যায় না, বলেন জয়শঙ্কর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct