নায়ীমুল হক, সোনারপুর, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার সুপ্রাচীন ঐতিহ্যমন্ডিত বিদ্যালয় হরিনাভি দ্বারকানাথ বিদ্যাভূষণ অ্যাংলো সংস্কৃত উচ্চ বিদ্যালয়-এর ১৫৮ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান উদযাপিত হল শুক্রবার। একই সঙ্গে বার্ষিক পুরস্কার প্রদানেরও আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে। প্রবল বর্ষণের মাঝেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনেক অভিভাবক-অভিভাবকরাও উপস্থিত হয়েছিলেন রবীন্দ্রভবনে এদিনের জাঁকজমকপূর্ণ এই আয়োজনে।অনুষ্ঠানের শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে। পুণ্যশ্লোক উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের প্রারম্ভিক কাজ শুরু করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়-এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী একচিত্তানন্দজি মহারাজ এবং পন্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ-এর প্রতিকৃতিতে মাল্যদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিক্রমজিৎ মন্ডল।এদিনের সভায় ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন হরিনাভি স্কুলের পরিচালন সমিতির সভাপতি ও রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান বিশিষ্ট চিকিৎসক ডা.পল্লব কুমার দাস, বিদ্যালয়-এর প্রতিষ্ঠাতা পন্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ-এর প্র-প্রপৌত্র আচার্য্য জয়ন্ত চক্রবর্তী, সোনারপুর বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক ড. আশিস ঘোষ, ঘাসিয়াড়া বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রসাদপুর ভাগ্যধর বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক দেবাশিস মন্ডল সহ একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ।বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমান বিদ্যালয়ের সভাপতি ডা. পল্লব দাস সার্ধশত বর্ষোতীর্ণ এই বিদ্যালয়ের গৌরবান্বিত ইতিহাস বর্ণনা প্রসঙ্গে বলেন বিদ্যালয়ের মহান কৃতী ছাত্র বিশিষ্ট বিজ্ঞানী চারুচন্দ্র ভট্টাচার্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু, বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়, পন্ডিত শিবনাথ শাস্ত্রী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গায়ক সুরকার সলিল চৌধুরী সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের ছাত্র-জীবন কেটেছে এই ঐতিহাসিক বিদ্যালয়ে। তিনি বর্তমান ছাত্র-ছাত্রীদেরকে সেই ইতিহাস মাথায় রেখে নিজেদের গঠনের গুরুত্বপূর্ণ এ কালকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।উপস্থিত বক্তারা প্রায় সকলেই গৌরবান্বিত এই ইতিহাসকে স্মরণে রেখে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদেরকে আগামী দিনের উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরেন। এদিন ২০২১-২২ শিক্ষাবর্ষে কৃত্ত্বি অর্জনকারী ছাত্র-ছাত্রীদের হাতে সুদৃশ্য উপহার তুলে দেওয়া হয়। তবে এদিন সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। লেখাপড়ার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনেও হরিনাভি স্কুলের ছাত্র-ছাত্রীদের মুন্সিয়ানা বিদ্যালয়ের ১৫৮-তম প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখবে বহুদিন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct