এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: অন্যান্য বছরের মতোএবারও চমকপ্রদ সাফল্য পেল কলেজস্ট্রিটের অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন। শুক্রবার প্রকাশিত ডব্লুবিসিএস গ্রুপ-এ এবং বি এর রেজাল্ট এ অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশেন থেকে চূড়ান্তভাবে সফল হল ৩৩ জন ছাত্রছাত্রী, যার মধ্যে এ গ্রুপে সফল হয়েছে ২৪জন, বি গ্রুপে ৯ জন। ডব্লুবিসিএস এক্সিকিউটিভ বা বিডিও পদে যোগ দেবেন অ্যাকাডেমিকের ১০ জন ছাত্রছাত্রী এবং ডিএসপি পদে যোগ দেবেন ৯ জন ছাত্রছাত্রী। বাকিরা এই গ্রুপের অন্যান্য সার্ভিস এ যোগদান করবেন। ডিএসপিতে প্রথম হয়েছেন চুঁচুড়ার রিয়াজ হোসেন এবং চতুর্থ হয়েছেন পার্ক সার্কাসের আতিয়া রহমান।জানা গিয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ২০২১ সালের পরীক্ষার (এক্সিকিউটিভ) গ্রুপ ‘এ’ ও ‘বি’ গ্রুপের ফলাফল অনুযায়ী গ্রুপ-এ ও গ্রুপ বি মিলে মোট উত্তীর্ণ হয়েছেন ১১৬ জন। গ্রুপ-এ বিভাগে চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হয়েছেন ৯২ জন এবং গ্রুপ-বি বিভাগে উত্তীর্ণ হয়েছেন ২৪ জন, তারা পুলিশ সার্ভিসে যোগ দেবেন। রাজ্য সিভিল সার্ভিসে মোট উত্তীর্ণ ১১৬ জনের মধ্যে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের ৩৩ জন ৷ দুরন্ত এই সাফল্যে এই প্রতিষ্ঠানের উপদেষ্টা শামীম সরকার জানালেন, অর্গানাইজডভাবে কোচিং দেওয়ার ফলে ছাত্র- ছাত্রীরা ভীষণভাবে উপকৃত হচ্ছে এবং সাফল্যও আসছে। পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস গ্রুপ বি তে প্রথম স্থানাধিকারী মহঃ রিয়াজ বর্তমানে গ্রুপ সি’র ক্যানাল রেভিনিউ অফিসার হিসাবে কর্মরত। তাঁর দীর্ঘ দিনের ইচ্ছা ডিএসপি হওয়ার আর সেই ইচ্ছা পূরণে তিনি ২০১২ সালে। কলেজস্ট্রিটের অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনে ভর্তি হন। দীর্ঘ নিরলস পরিশ্রমে আজ তিনি সফল। সাফল্যের প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন তাঁর এই সাফল্যের জন্য সবসময় আব্বা মায়ের অনুপ্রেরণার ছিল, এবং এই স্বপ্ন পূরণে তাঁকে বিশেষ ভাবে সাহায্য করেছেন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের সৈয়দুল ইসলাম স্যার ও সামিম স্যার। গ্রুপ ‘বি’ এর চতুর্থ স্থানাধিকারী আতিয়া রহমান জানান তাঁর সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু কলেজস্ট্রিটের অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের হাত ধরে। তিনি আরও জানান সমগ্র মুসলিম সমাজের মহিলাদের উঁচু পদের চাকরিতে এগিয়ে আসার জন্য তিনি অনুপ্রেরণা দিতে চান। এছাড়াও গ্রুপ ‘বি’ তে সফল অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের আবদুল্লা জিয়া, দেবাশিষ রক্ষিত, নওসাদ আলম, আমির আলি, শাহরোজ রেজা। গ্রুপ ‘বি’-র পাশাপাশি গ্রুপ ‘এ’ এক্সিকিউটিভ ও রেভিনিউ সার্ভিসে সফল অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের অসংখ্য ছাত্রছাত্রী। অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের ১০ জন ছাত্রছাত্রী বিডিও হিসাবে যোগদান করবেন। এক্সিকিউটিভ পদের ২১তম স্থানে রয়েছেন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের ছাত্র মহঃ আলি খান। তিনি এর পূর্বে গ্রুপ ‘সি’র জিএসটি আধিকারিক ছিলেন। ছোট থেকেই তাঁর ইচ্ছা এক্সিকিউটিভ হওয়ার। তিনি জানান তাঁর এই কঠিন যাত্রাপথে আব্বা, মা, স্ত্রী ছাড়াও অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের সামিম স্যারকে সব সময়ের জন্য পাশে পেয়েছেন এজন্য তিনি সামিম স্যার তথা অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের কাছে চিরকৃতজ্ঞ। অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন থেকে এক্সিকিউটিভ পদের অন্যান্য সফলরা হলেন জিনিয়া সাহা, শঙ্কর প্রামানিক, দেবদীপ বৈরাগী, মারুফা সুলতানা, নেহা কাশ্যপ। রেভিনিউ সার্ভিসে উত্তীর্ণ হয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে যোগদান করতে চলেছেন অ্যাকাডেমিকেরই ছাত্রছাত্রী শুভজিৎ দাস, আনিসা প্রামানিক, শাবাব আলম, বাবুসোনা তালুকদার।সকল সফলরা এবিষয়ে একমত যে কজেলস্ট্রিটের অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের সহচর্যে প্রস্তুতি নিলে সাফল্য অনিবার্য। অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের সাম্মানিক উপদেষ্টা সামিম সরকার মহাশয় ও সথায়ই উচ্ছ্বসিত তাঁর ছাত্রছাত্রীদের এই সাফল্যে। তিনি জানান সাফল্যের অংশীদার এই প্রতিষ্ঠানের প্রতিটি স্টাফ ও ফ্যাকাল্টি, উন্নতমানের স্টাডি ম্যাটেরিয়াল, সাজেস্টিভ মকটেস্ট এবং অফিসারদের নিয়ে মক ইন্টারভিউ বোর্ড যা পশ্চিমবঙ্গের আর কোনো প্রতিষ্ঠানেই নেই। এসব কিছু নিয়েই অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনে সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। সিভিল সার্ভিস নিয়ে আর একটি কথা না বললেই অসম্পূর্ন থেকে যায় সেটি হল ডব্লুবিসিএস সাফল্যের মূল চাবিকাঠি ‘ডব্লুবিসিএস স্ক্যানার’ বইটি। সমস্ত ডব্লুবিসিএস ছাত্রছাত্রর প্রস্তুতির একটি অপরিহার্য এই বইটি। সফল ছাত্রছাত্রীদের কথা এই বইটি ছাড়া সিভিল সার্ভিস প্রস্তুতি সম্পূর্ন হয় না। তাই এই বইটিকে তারা কেউ কেউ ডব্লুবিসিএস বাইবেলও বলে থাকেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct