অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিশাখা কমিটি ও নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল সোমবার। গঙ্গারামপুর উত্তর চক্রের অন্তর্গত বড়ম গোকুলপুর জুনিয়র হাই স্কুলে এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারি বিদ্যালয় পরিদর্শক অসীম তপস্বী, ভিলেজ পুলিশ মোস্তফা সরকার, শিক্ষক প্রদীপ কুমার দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ আরো অনেকে। উল্লেখ্য, নারী সুরক্ষায় সমস্ত উচ্চ বিদ্যালয়গুলিতে বিশাখা কমিটি গঠনের নির্দেশ রয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের৷ বিভিন্ন সময়ে ছাত্রীদের মানসিক ও শারীরিক হেনস্তা হওয়ার খবর প্রকাশ্যে আসে। সেইদিকে নজর রাখলে বিশাখা কমিটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। সেই মতো এদিন বিদ্যালয়ের নিজস্ব ভবনে এ বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, ‘সরকারি নির্দেশিকা মেনে আমরা প্রতিবছর বিশাখা কমিটি ও বিদ্যালয়ের নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করে থাকি। গঙ্গারামপুর থানার আইসি’র প্রতিনিধি, বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে আগামী এক বছরের জন্য এই সম্পর্কিত বিষয়ে বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে।’অন্যদিকে, এ বিষয়ে বিশিক্ষক প্রদীপ কুমার দাস জানান, বিশাখা কমিটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। আশা করছি কমিটিতে থাকা পুলিশ প্রতিনিধি, স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং অন্যান্য যে সমস্ত সদস্যরা রয়েছেন, তাঁরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct