আসিফ রনি, নবগ্রাম, আপনজন: সোমবার নতুন করে নিয়াল্লিশপাড়া গোয়ালজান গ্রাম পঞ্চায়েতের গঠন করা হল স্থায়ী সমিতি। মুর্শিদাবাদের বহরমপুরে নিয়াল্লিশপাড়া গোয়ালজান অঞ্চলে কিছুদিন পূর্বেই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। বর্তমানে ২৪ টির মধ্যে কুড়িটি তৃণমূল কংগ্রেসের দখলে। সোমবার ব্লক আধিকারিকদের উপস্থিতিতে স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া শুরু হয়। উপর দিকে স্থায়ী সমিতির গঠন কে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তায় ছিলেন বহরমপুর থানার পুলিশ প্রশাসন। এদিন নতুন স্থায়ী সমিতিতে কাকে কোন দায়িত্ব দেওয়া হলো, এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর কুমার সাহা - শিল্প পরিকাঠামো বিভাগে - জয়ন্ত দে, শিখা গাঙ্গুলী, সৌমিক দাস। শিক্ষা ও জনস্বাস্থ্য বিভাগে - রাজা শেখ, মুরসালিম শেখ, মধুসূদন দাস। কৃষি ও প্রাণিসম্পদ বিভাগ - আজহারউদ্দীন শেখ, সঞ্চিতা পার্মানিক, শামীমা ইয়াসমিন। নারী ও শিশু কল্যাণ বিভাগে - মিঠু দাস, ইসমোতারা খাতুন ও রবিউল হক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct