বাবু হক, হাওড়া, আপনজন: হাওড়া জেলার আমতা থানার আমতা নিবেদিতা সংঘে হাওড়া ইউকো আর সিটি ও সাইট সেভার ইণ্ডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত হলো জেনারেল এন্টার প্রেনার শিপ ডেভলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম এলাকার বিশেষ ভাবে সক্ষম মহিলা ও পুরুষদের নিয়ে ছয়দিনের প্রশিক্ষণ শিবির শুরু হলো আজকে আঠাশ আগষ্ট সোমবার সকাল দশটা থেকে চারটা পর্যন্ত পর্যায়ক্রমে চলবে চার সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বাইশ থেকে পঁচিশ জন বিশেষ ভাবে সক্ষম মহিলা ও পুরুষ অংশ নেন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে কেউ কেউ আনন্দধারা ও এস জি এস ওয়াই গ্ররুপের সদস্য এরা ।ইউকো আর সিটি সারা বছর ধরে বিভিন্ন ধরনের ব্যবসার ধারণা বৃদ্ধি করে বিশেষ ভাবে সক্ষম জনদের মধ্যে তাদের জীবন যাপন জীবিকা নির্বাহের জন্য যাতে তারা সমাজের মূল স্রোতে ফিরতে পারেন। হাওড়া ইউকো আর সিটি র ডিরেক্টর দীপ্তি কর ও হাওড়ার সিনিয়ার ফ্যাকাল্টি রাহুল হালদার সংঘের সভানেত্রী তনুশ্রী প্রামানিক সাইট সেভার ইণ্ডিয়ার ইনচার্জ ও কোচ সুজিত মিস্ত্রী পূর্ণীমা ধাড়া বিথিকা বাগ স্হানীয় প্রধান মল্লিকা সাউ প্রমুখ উপস্থিত ছিলেন ও পর্যায়ক্রমে আলোচনা করেন। বিশেষ ভাবে সক্ষম জনদের ও অভিভাবকরা এগিয়ে আসেন তাদের জীবন যাপন জীবিকার তাগিদে। উচ্চ শিক্ষার্থী সিরাজাম মনিরা বলেন যতো দিন যাচ্ছে ততই মানববন্ধন কর্মসূচি এগিয়ে চলেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct