নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি, আপনজন: রবিবার রাতভর ভারী বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে বানারহাট এর হাতি নালা। জলপাইগুড়ি বানারহাট এর বিভিন্ন চা বলয় গুলি জলমগ্ন হয়ে পড়ে। বানারহাট বাজারে বিভিন্ন পাড়াতেও জল ঢুকে যায়। ফলে সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দা সহ ব্যবসাদারদের। বিভিন্ন ব্যবসায়ীর দোকানে জল ঢুকে গিয়ে সমস্যা তৈরি হয়। পাম্প সেট লাগিয়ে জল বের করার চেষ্টা চালান স্থানীয় বাসিন্দা সহ দোকান দারেরা। অন্যদিকে জলের স্রোতে বানারহাট জাতীয় সড়কের রাস্তার পিচ উঠে যায়। স্কুলের বাউন্ডারি ওয়াল ভেঙ্গে পড়ে। বানারহাট হাতিনালার জল ফুলে ফেঁপে ওঠায় রেললাইনের উপর দিয়ে জল বইতে শুরু করে গত কাল রাতে। ৯৩/১ এবং ৯৩/২ পিলারের মাঝামাঝি এলাকার লাইনের মাটি পাথর ধসে যায়। ফলে বানারহাট রেললাইনে রেল চলাচল বন্ধ। রেলকর্মীরা দ্রুত মেরামতের কাজে নেমে পড়েন। এলাকায় নামানো হয়েছে সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি চলবে আগামী দু দিন। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জায়গায়। ফলে চিন্তিত উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষজন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct