এম মেহেদী সানি, বারাসত, আপনজন: বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত সারা বাংলা ট্যালেন্ট হান্ট স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হল রবিবার ৷ জানা গিয়েছে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে ওই পরীক্ষায় প্রায় ২০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং উত্তরবঙ্গের শিক্ষার্থীদের নিয়ে ট্যালেন্ট হান্ট স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ই অক্টোবর ৷রবিবার শতাধিক পরীক্ষা কেন্দ্রে রাজ্য প্রশাসনের সহায়তায় সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান, বেডস রাজ্য সভাপতি আমিন ইসলাম রাজ্য সম্পাদক সাহাজান মন্ডলরা ৷ তাঁরা বলেন, ‘ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করতে, মেধা অন্বেষণের জন্য আমরা দীর্ঘ দিন ধরে এই পরীক্ষার আয়োজন করি ৷ আগামী ৫ই নভেম্বর ফল প্রকাশ করা হবে ৷ এবং ১৭ই ডিসেম্বর কৃতীদের সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান এবং পুরস্কার বিতরণ করা হবে ৷’ রাজ্য জুড়ে অনুষ্ঠিত ট্যালেন্ট হান্ট স্কলারশিপ পরীক্ষার কন্ট্রোলার বিশিষ্ট বিজ্ঞানী অর্চন কান্তি দাস বলেন, শহর থেকে গ্রাম প্রত্যেকটি স্কুলের প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে এই পরীক্ষার আয়োজন করা হয় ৷ এমনভাবে সিলেবাস নির্ধারণ করা হয় শিক্ষার্থীরা যাতে মেধা যাচাইয়ের সুযোগ পাই ৷ মেধার বিকাশে ছাত্র-ছাত্রীদেরকে অনুপ্রাণিত করতে বেডস আয়োজিত সারা বাংলা ট্যালেন্ট হান্ট স্কলারশিপ পরীক্ষার যথেষ্ট গুরুত্ব রয়েছে ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct