সুব্রত রায়, কলকাতা, আপনজন: কলকাতার রেড রোডে বড় মঞ্চ তৈরি করে ইসরোর সফল বিজ্ঞানীদের বিশেষ সম্মানিত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রযান-৩-এর সাফল্যের পরে ইসরোর বিজ্ঞানীদের সব সদস্যকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি গ্রহণ করে পালটা ধন্যবাদ জানিয়েছেন ইসরোর প্রধান এস সোমনাথ। এবার দ্বিতীয় পর্যায়ে গোটা ইসরো টিমকে রাজকীয় সংবর্ধনা দিতে চান মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর ইচ্ছা, রেড রোডে বিশাল মঞ্চ বেঁধে চন্দ্রযান-৩-এর বিজ্ঞানীদের সেখানে সম্মান জানানো হবে রাজ্যের তরফে৷ এই সংক্রান্ত চিঠিও দ্রুত পাঠানো হবে রাজ্য সরকারের পক্ষ থেকে ৷ তাঁরা প্রস্তাব গ্রহণ করে অনুমতি দিলেই শুরু হয়ে যাবে সম্মান জানানোর প্রস্তুতি। এর আগেই চন্দ্রযান ৩-এর সঙ্গে যুক্ত অন্যান্য সহবাঙালি বিজ্ঞানীদের মুখ্যমন্ত্রী সংবর্ধনা দিতে চান বলে ইচ্ছাপ্রকাশ করেছিলেন। এবার গোটা টিমকে রেড রোডে জনগণের সামনে উপস্থিত করে বিশেষ সম্মানে সম্মানিত করতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, মুখ্যমন্ত্রী হওয়ার পর একবার তিনি রেড রোডে মন ছবিতে সেখান থেকে জনগণকে সামনে রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন স্তরের মাননীয় অতিথিগণ। বিশ্বের দরবারে দুর্গাপুজো ইউনেস্কোর সম্মানে ভূষিত হওয়ার পর রেড রোডে মঞ্চ বেঁধে জনগণকে সামনে রেখে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ইসরোর বিজ্ঞানীদের সম্মান জানাতে সেই রেড রোডকে প্রাধান্য দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct