আপনজন ডেস্ক: বয়স ১৬ বছর পার করে দ্বিতীয় মাস চলছে। এখনো আন্তর্জাতিক ফুটবলে খেলেন অনূর্ধ্ব-১৭ পর্যায়ে। আর এরই মধ্যে কিনা বার্সেলোনার শুরুর একাদশের নিয়মিত খেলোয়াড় হয়ে ওঠার পথে লামিনে ইয়ামাল। আক্রমণভাগে খেলা এই কিশোর কাদিজের পর গতকাল ভিয়ারিয়ালের বিপক্ষেও বার্সার হয়ে মাঠে নেমেছেন। শুধু মাঠে নামাই নয়, এক গোলে অ্যাসিস্ট ও আরও দুবার গোলের সুযোগ তৈরি করে বার্সার ৪-৩ ব্যবধানে জেতা ম্যাচের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছেন। ১৬ বছর বয়সী ইয়ামালের এমন পারফরম্যান্স মুগ্ধ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। ভবিষ্যতে ইয়ামালকে স্পেন জাতীয় দলের হয়ে খেলতে দেখারও অপেক্ষায় বিশ্বকাপজয়ী এই সাবেক খেলোয়াড়।বার্সেলোনার একাডেমি লা মেসিয়ায় বেড়ে ওঠা ইয়ামাল ক্লাবের মূল দলের হয়ে প্রথম খেলেন এপ্রিলে, মাত্র ১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে। বার্সেলোনার মূল দলের হয়ে এটিই সবচেয়ে কম বয়সে অভিষেকের কীর্তি। ২০২২-২৩ মৌসুমে সেটিই ছিল ছিল তাঁর একমাত্র ম্যাচ। নতুন মৌসুমে গত সপ্তাহে কাদিজের বিপক্ষে সুযোগ পান রাফিনিয়া কার্ডের কারণে নিষিদ্ধ থাকায়। প্রথম সুযোগেই মুগ্ধতা ছড়ান ইয়ামাল, ৮৫ মিনিটে বদলি হয়ে উঠে যাওয়ার সময় গ্যালারিতে সমর্থকেরা উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct