আপনজন ডেস্ক: চিনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হুনান প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নাজুক হওয়ায় সরিয়ে নেয়া হয়েছে তিন হাজারের বেশি মানুষকে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, শনি ও রোববার প্রদেশটির সাংঝি, শিমেন ও ইয়ংশুন কাউন্টিতে প্রচুর বৃষ্টি হয়েছে। এরমধ্যে সাংঝিতে চলতি বছরের সবচেয়ে ভারি বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct