শরতের রূপ
হাফিজুর রহমান
শরৎ এসেছে ভালোবেসে
সবুজ ধানের ক্ষেত,
রেগে-বেগে গেলো বর্ষারাণী
বাঁধন করেছে ছেদ ৷
এখনও কাঁদে সে যখন তখন
শরতে ভাসায় ক্ষোভ,
কান্নার জলে শাপলা, শালুক
মাছের ছড়ায় টোপ ৷
মিষ্টি হাসিতে জোনাকি জ্বলে
রাতজুড়ে শরৎ বুকে,
সাদা মেঘের সকালে সূর্য ওঠে
লাল শাড়িতে টুক-টুকে ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct