নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: আগামী ৩১শে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবসকে সামনে রেখে ধর্মতলায় বামফ্রন্টের তরফ থেকে যে সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেই সম্মেলনকে সফল করতে রবিবার সকালে হাওড়ায় মধ্য হাওড়া সিপিআইএম এরিয়া কমিটির ডাকে এক মিছিলের আয়োজন করা হয়। অভিযোগ, ওই মিছিল চলাকালীন হাওড়া ময়দানে বঙ্গবাসীর সামনে একটি ‘বহিরাগত’ গাড়ি সেখানে হুড়মুড়িয়ে ঢুকে পড়লে আতঙ্কে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এরপরই ওই মিছিলের থাকা মহিলা সমর্থক থেকে শুরু করে সিপিএম কর্মীরা গাড়ির উপর চড়াও হয়। দলের মহিলা কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ওই গাড়িটিকে মিছিলের মধ্যি খানে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গে ছুটে আসেন সিপিএমের সিনিয়র নেতারা। তারা পরিস্থিতি যাতে নাগালের বাইরে না চলে যায় তা দেখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গাড়িটিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরে আবার মিছিল শুরু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct