মনিরুজ্জামান, বারাসত, আপনজন: রবিবাসরীয় সাত সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে নীলগঞ্জের মোচপোলে ভয়াবহ এই বিস্ফোরণে ধ্বংস হয়েছে একাধিক বাড়ি। ঘটনাস্থলে শাসক ও বিরোধী বিভিন্ন দলের নেতৃত্ব উপস্থিত হয়েছিলেন। তাঁরা জানান পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। উপস্থিত ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী,বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর, মহকুমা শাসক সোমা সাউ, জেলা পরিষদ সদস্য একেএম ফারহাদ সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct