মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: শক্তিগড়ে সোনার দোকানে ভয়াবহ দুর্ঘটনা ঘটার পর নড়ে চড়ে বসে বসেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। প্রশাসন সর্বদাই বিভিন্নভাবে মানুষকে সচেতনতার বার্তা দিচ্ছে । সেহারা আউটপোস্টের বড়বাবু প্রীতম বিশ্বাসের নেতৃত্বে এক সচেতনতার শিবির আয়োজন করল সেহারা বাজার কমিউনিটি হলে। শক্তিগড়ের সোনার দোকানে সোনা চুরি করতে এসে গুলি চালানোর কথা উল্লেখ করে প্রীতম বিশ্বাস বলেন প্রতিটি স্বর্ণ ব্যবসায়ীদের সচেতন হতে হবে। বিভিন্ন অজুহাতে দুষ্কৃতীরা দোকান লুট করার চেষ্টা করে। কিভাবে এ থেকে রক্ষা পাওয়া যাবে, কেমন ভাবে নজরদারি করা যাবে তার বর্ণনা করেন। প্রশাসনের গাইডলাইন শোনানো হয় ব্যাবসাদারদের। ব্যবসায়ীরা সচেতন বার্তাতে খুশি হয়ে প্রশাসনকে ধন্যবাদ জানান। দক্ষিণ দামোদরের বিভিন্ন ক্ষেত্রে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই বার্তায় পুলিশ প্রশাসনের তরফ থেকে দেয়া হল। এই সচেতন বার্তাতে এলাকার সমস্ত স্বর্ণ ব্যবসাীর উপস্থিত হয়েছিলেন। প্রশাসনের তরফ থেকে আউটপোস্টের ওসি প্রীতম বিশ্বাস, শেখ মুস্তাকিম, শান্তনু রায় চৌধুরী, রাম সিং যাদব ও দক্ষিণ দামোদর প্রেসক্লাবের সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct