আপনজন ডেস্ক: মধ্য ইউরোপের দেশ পোল্যান্ডের জাতীয় রেল যোগাযোগ নেটওয়ার্ক হ্যাকিংয়ের কবলে পড়েছে বলে দাবি করেছে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ।পোলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এতে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্র্যাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে তারা। স্পেশাল সার্ভিসের ডেপুটি কো-অর্ডিনেটর স্ট্যানিস্লা জারিন শনিবার জানান, পোল্যান্ডের নিরাপত্তা সংস্থা এবং পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। তিনি বলেন, ‘উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সজেসিনের কাছে পিকেপি রেলওয়ের রেডিও কমিউনিকেশন নেটওয়ার্ক হ্যাক হয়েছে। এতে অন্তত ২০টি ট্রেনের যাত্রা বিলম্ব হয়েছে। এই মুহূর্তে আমরা আর বেশি কিছু বলতে চাচ্ছি না।’স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, হ্যাকিংয়ের পর রেডিও থেকে আসা সংকেতগুলোর সঙ্গে রাশিয়ার জাতীয় সঙ্গীত ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি রেকর্ড করা বক্তৃতার মিল রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct