আপনজন ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের ওয়ানডেতে নন-স্ট্রাইক প্রান্তে পাকিস্তান ব্যাটসম্যান শাদাব খানকে রানআউট করে আরেকবার আলোচনাটা উসকে দিয়েছেন আফগানিস্তান পেসার ফজলহক ফারুকি। এমন রানআউটের পক্ষে বরাবরই উচ্চস্বর ভারত অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন এবার একটি প্রশ্নও তুলেছেন—বিশ্বকাপে সেমিফাইনাল বা এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলি, রোহিত শর্মা, স্টিভেন স্মিথ ও জো রুটদের মতো ব্যাটসম্যানদের এর শিকার হতে হলে তখন কী ঘটবে?আগে ‘মানকাডিং’ বলে পরিচিত এ আউট এখন পরিষ্কার রানআউট বলে ক্রিকেটের আইনেই বিবেচিত। আইসিসি এটি নিয়ে বিতর্ক বন্ধ করতে নিয়মও পরিবর্তন করেছে। তবে এমন রানআউট ক্রিকেটের চেতনার পরিপন্থী, কোনো ঘটনার পর এ আলোচনা ঘুরেফিরেই আসে। আন্তর্জাতিক ক্রিকেটে নন-স্ট্রাইক প্রান্তের রানআউটের ঘটনা যে একেবারে নিয়মিত, তা অবশ্য নয়। এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটে এটি ঘটেছে মাত্র চারবার, আর শাদাব ওয়ানডেতে এমন আউটের শিকার হওয়া মাত্র পঞ্চম ব্যাটসম্যান। ছেলেদের টি-টোয়েন্টি ও মেয়েদের ওয়ানডেতে একবার করে এমন আউটের ঘটনা আছে। অবশ্য মেয়েদের টি-টোয়েন্টিতে এক ম্যাচেই চারটি এমন রানআউট হয়েছিল। ২০২১ সালে উগান্ডার চার ব্যাটারকে একই ম্যাচে নন-স্ট্রাইক প্রান্তে রানআউট করেছিলেন ক্যামেরুনের মায়েভা দুমা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct