আপনজন ডেস্ক: ম্যাচের বয়স ১৫ মিনিট হতে না হতেই বার্সেলোনা এগিয়ে ২-০ গোলে। প্রথমার্ধেই সমতা ফেরানো স্বাগতিক ভিয়ারিয়াল এগিয়ে গেল ৫০ মিনিটে। লা লিগার নতুন মৌসুমের তৃতীয় ম্যাচেই কি প্রথম হারের দেখা পেয়ে যাবে বার্সেলোনা—নিশ্চিত এমন শঙ্কায় পেয়ে বসেছিল দলটির সমর্থকদের। তকে সব শঙ্কা-টঙ্কা উড়িয়ে সেই বার্সেলোনা শেষ পর্যন্ত ম্যাচটি জিতেছে ৪-৩ গোলে। গোল না পেলেও যে জয়ে বড় অবদান ১৬ বছর বয়সী লামিনে ইয়ামালের। ৩ মিনিটের এক ঝড় এবারের লিগে দ্বিতীয় জয় এনে দিয়েছে হেতাফের সঙ্গে ড্র করে মৌসুম শুরু করা বার্সাকে। ৬৮ মিনিটে ফেরান তোরেসের গোলে সমতায় ফেরে বার্সা। বদলি হিসেবে মাঠে নামার ৫ মিনিটের মধ্যেই গোল করেছেন তোরেস। তাঁরই নেওয়া এক শট ভিয়ারিয়ালের এক ডিফেন্ডারের শরীরে বাধা পেয়ে আবার তাঁর কাছেই ফেরে। পেনাল্টি স্পটের কাছে থেকে এবার গোল করতে খুব একটা কষ্ট করতে হয়নি তোরেসকে। জাভির সময়ে বদলি হিসেবে নেমে লা লিগায় এটি তোরেসের চতুর্থ গোল। ৩ মিনিট পর ব্যবধানটা ৪-৩ করেন রবার্ট লেভানডফস্কি। তবে একটুর জন্যই সেটি লামিনে ইয়ামালের নামে লেখা হয়নি। বার্সার ১৬ বছর বয়সী ফরোয়ার্ডের ডান দিক দিয়ে ভিয়ারিয়ালের পেনাল্টি বক্সে ঢুকে বাঁ পায়ে নেওয়া নিচু শটটি পোস্টে লেগে চলে যায় ফাঁকায় দাঁড়ানো লেভার কাছে। পোলিশ স্ট্রাইকারকে শুধু বলে পা ছোঁয়াতে হয়েছে। বার্সার প্রথম গোলের উৎসও ছিলেন ইয়ামাল। ১২ মিনিটে তাঁর ক্রসেই হেড করে গোল করেন গাভি। এই ক্রসটা ইয়ামালকে বলার মতো এক রেকর্ডও এনে দিয়েছে। একুশ শতকে লা লিগায় ইয়ামালের চেয়ে কম বয়সে কোনো খেলোয়াড় অ্যাসিস্ট করতে পারেননি। ১৬ বছর ৪৫ দিন বয়সী ইয়ামাল পেছনে ফেলেছেন সতীর্থ আনসু ফাতির রেকর্ড। ২০১৯ সালের সেপ্টেম্বরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১৬ বছর ৩১৮ দিন বয়সে সতীর্থকে দিয়ে গোল করিয়েছিলেন ফাতি। তৃতীয় ও চতুর্থ গোলের মতো বার্সার প্রথম ও দ্বিতীয় গোলের ব্যবধানও ৩ মিনিটের। ১২ মিনিটে এগিয়ে যাওয়ার পর ১৫ মিনিটে চমৎকার এক দলীয় প্রচেষ্টায় বার্সাকে দ্বিতীয় গোল এনে দেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এরপর হুয়ান ফয়েথ, আলেকজান্ডার সরলথ ও অ্যালেক্স বায়েনার গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। কিন্তু ইয়ামাল নামের এক কিশোরের কাছে হার মেনেই লা লিগায় বার্সার কাছে ২৮ তম হারের স্বাদ পেল ভিয়ারিয়াল। তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে বার্সা এখন পয়েন্ট তালিকার তিনে। ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct