নাফিসা ইসমাত, আপনজন: গত মাসে যুগ্মভাবে প্রথম হয়েছিল দুজন, এ মাসে অর্থাৎ জুলাইয়ের পরীক্ষায় একই নম্বর পেয়ে একসঙ্গে প্রথম স্থান অধিকার করে নিল বিভিন্ন বিদ্যালয়ের চার জন পড়ুয়া। সামনে নির্বাচনী বা টেস্ট পরীক্ষা, তার আগে কোথাও কোথাও প্রি-টেস্ট। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষায় যারা বসতে চলেছে, এই সময়ের প্রস্তুতিপর্ব তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত দিক মাথায় রেখে অনুসন্ধান কলকাতার উদ্যোগে অভিজ্ঞ শিক্ষকদের সহায়তায় আয়োজন করা হয়েছে আট মাস ব্যাপী প্রতি মাসের এই প্রস্তুতি পরীক্ষা।
জুলাই মাস পরীক্ষায় সর্বমোট ৭০ এর মধ্যে ৬৭ পেয়ে যৌথভাবে প্রথম হয়েছে নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যামন্দিরের শালিনী নাইয়া, পাঠভবন ডানকুনির সৌহার্দ্য দাস, বনমালীপুর প্রিয়নাথ ইনস্টিটিউশন-এর দেবজ্যোতি পাল এবং পাঠভবন ডানকুনির সেখ মোঃ তালহা আতিক। পরীক্ষায় প্রথম স্থান অধিকারী এই চারজন ছাত্রছাত্রী সহ সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন অনুসন্ধান কলকাতার সভাপতি বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আলী আহসান।উত্তরোত্তর এই পরীক্ষায় অংশ নিতে বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেখা যাচ্ছে বলে জানালেন এই পরীক্ষার আহ্বায়ক তথা অনুসন্ধান কলকাতার সম্পাদক বিশিষ্ট গণিত শিক্ষক গৌরাঙ্গ সরখেল। তিনি আরো জানালেন সেপ্টেম্বর মাসের পরীক্ষার পর যে পরীক্ষা নেওয়া হবে তা হবে সম্পূর্ণ সিলেবাসের ওপরে।উল্লেখ্য, পরপর তিন মাস এই পরীক্ষায় শীর্ষে পৌঁছে নিজের দক্ষতা প্রমাণ করেছে বনমালীপুর প্রিয়নাথ ইনস্টিটিউশন-এর কৃতী ছাত্র দেবজ্যোতি পাল। তার এই জয়ের ধারাকে অব্যাহত রাখতে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন অনুসন্ধান কলকাতার মুখ্য পরামর্শদাতা বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান।ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা ও সমাজ নিয়ে তাদের ভাবনা, মাধ্যমিক প্রস্তুতি এবং আগামী দিনের পরিকল্পনার উপর একগুচ্ছ প্রশ্ন প্রদান করা হয়। তার উত্তরে তারা জানায়:
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct