আপনজন ডেস্ক: হরিয়ানার নূহ জেলা প্রশাসন শনিবার ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে, যেখানে কোনও এলাকায় চার বা ততোধিক লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে, কারণ প্রশাসন অনুমতি না দেওয়া সত্ত্বেও হিন্দু সংগঠনগুলি ২৮ আগস্ট শোভা যাত্রা (ধর্মীয় শোভাযাত্রা) বের করতে অনড় ,তারা শোভা যাত্রা করবেই অনুমতি না দিলেও। তাই প্রশাসন আগাম সতর্কতা অবলম্বন করে ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।প্রশাসনের তরফে জানানো হয় যে তারা যে কোনও যাত্রার অনুমতি অস্বীকার করেছি, তবে সংগঠনগুলি বলেছে যে তারা যাত্রা পরিচালনা করবে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনুধাবন করে প্রশাসন জেলায় ১৪৪ ধারা জারি করেছি। নূহের ডেপুটি কমিশনার ধীরেন্দ্র খাদগাতা বলেছেন, “যে কেউ এই আদেশ অমান্য করবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, সর্ব হিন্দু সমাজ ভিএইচপি জানিয়েছে, ২৮ আগস্ট নুহের শিব মন্দিরে শিবলিঙ্গদের পবিত্র জল অর্পণ করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct