আপনজন ডেস্ক: মহিলা-পুরুষ উভয়ের শরীরেই হার্ট অ্যাটাকের আগে দেখা দেয় বিভিন্ন গুরুতর লক্ষণ। বিশেষ করে মেয়েদের শরীরে এর ক্ষতিকর প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই হার্ট অ্যাটাকের সময় সাধারণত বুকে ব্যথা বা অস্বস্তি দেখা যায়। শুধু বুকে ব্যথা নয়, এর সঙ্গে- ঘাড়, চোয়াল, কাঁধ, উপরের পিঠ বা উপরের পেটে অস্বস্তি, শ্বাসকষ্ট, বাহুতে ব্যথা, বমি বমি ভাব, ঘাম, মাথা ঘোরা, ক্লান্তি ও বদহজম দেখা দেয়। বেশিরভাগ মানুষই হার্ট অ্যাটাকের সঙ্গে সম্পর্কিত লক্ষণগুলো এড়িয়ে যান বা সাধারণ ভেবে ভুল করেন। আর এ কারণেই সঠিক সময় রোগীর চিকিৎসা না হওয়ায় মৃত্যুঝুঁকি বাড়ে। কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্টের মতে, মেয়েদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক ঘটে প্রায় ১০ শতাংশ। তাদের বেশিরভাগই বুকে ব্যথা বা অস্বস্তির লক্ষণকে গ্যাস্ট্রিক ভেবে ভুল করেন। মেয়েদের হার্ট অ্যাটাকের কারণ কী? আসলে উচ্চ কোলেস্টেরল, রক্তচাপ, স্থূলতা, মানসিক চাপ, শারীরিক কার্যকলাপের অভাব ও মেনোপজের পর ইস্ট্রোজেনের নিম্ন স্তরের প্রধান কারণগুলো মূলত মেয়েদের হার্ট অ্যাটাকের প্রবণতা তৈরি করে। এছাড়া মেয়েরা মাল্টিটাস্কার হিসেবে ঘর-সংসার, অফিস, সন্তান লালন পালনসহ একাধিক কাজ করেন, এ কারণে তারা অত্যধিক চাপের মধ্যে থাকেন। বেশিরভাগ নারীরাই পরিবারের সব সদস্যদের কথা চিন্তা করতে গিয়ে নিজেদের যত্ন নেওয়ার কথা ভুলে যান। ফলে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগতে শুরু করেন। এটা অ্যাটাকে ঝুঁকি বাড়িয়ে দেয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct