আপনজন ডেস্ক: হাঁপানির চিকিৎসায় নানান ওষুধ ব্যবহার করা হয়। তবে এই রোগ থেকে ভালো থাকার অন্যতম হাতিয়ার ইনহেলার। যদিও হাঁপানি দীর্ঘমেয়াদি রোগ। এটি সম্পূর্ণভাবে সারে না। তবে ইনহেলার ব্যবহার করে এটা কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায়। ইনহেলার হাঁপানি রোগীদের সমস্যা তাৎক্ষণিকভাবে দূর করে। আবার দীর্ঘ মেয়াদের ইনহেলারও আছে। এই ইনহেলার আপনার সমস্যা দীর্ঘ মেয়াদে নিরাময় করতে সাহায্য করে। এ ক্ষেত্রে নেশার কোনো বিষয় নেই। যেমন একজন ব্যক্তি ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপের ওষুধ সারা জীবন খেয়ে যান, তেমনই হাঁপানিতে ইনহেলার নিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।ইনহেলারে স্টেরয়েড থাকে নামমাত্র। এটুকু স্টেরয়েড আপনার কোনো ক্ষতি করতে পারে না। বরং ইনহেলারে থাকা স্টেরয়েড হাঁপানি রোগীর কষ্ট কমাতে দারুণভাবে সাহায্য করে। কেউ কেউ মনে করেন, ওষুধ খেলে ইনহেলারের চেয়ে বেশি লাভ।এটি আসলে ভুল ধারণা। কারণ, মুখে ওষুধ খেলে তা প্রথমে পেটে যায়, তারপর কিছু প্রক্রিয়া শেষে তা কাজ শুরু করে। কিন্তু ইনহেলার সরাসরি ফুসফুসে পৌঁছে যায়। অর্থাৎ ওষুধটা সরাসরি নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর ফলে কাজ শুরু হয় দ্রুত। তা ছাড়া মুখে খাওয়ার ওষুধের চেয়ে ইনহেলারের পার্শ্বপ্রতিক্রিয়াও অনেক কম। অনেকে বলে, হাঁপানির বড়সড় সমস্যায় ইনহেলার কাজ করে না। এটাও একেবারেই ভুল তথ্য। ইনহেলার শুধু যে তাৎক্ষণিক সমস্যাতেই কার্যকর তা নয়, বরং সারা জীবনই তা হাঁপানি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নানান পরিস্থিতিতেই কাজ করে ইনহেলার। অনেকের প্রশ্ন, হাঁপানি কি সেরে যায়? না, একেবারেই ভুল। হাঁপানি কখনোই পুরোপুরি নিরাময় হয় না। আক্রান্ত ব্যক্তির অবশ্য মাঝেমধ্যে এই রোগের কারণে খুব বেশি ভুগতে হতে পারে। তবে এ নিয়ে ভয়ের কিছু নেই। চিকিৎসকের পরামর্শ মেনে চললে সহজেই এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct