মোল্লা মুয়াজ ইসলাম, খণ্ডঘোষ, আপনজন: পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রতিনিয়ত মানুষের পাশে থাকার চেষ্টা করছে ।আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সঙ্গে চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার করে অপরাধীদেরকে গ্রেফতার করে জেলে পাঠাচ্ছে । তার সঙ্গে চুরি যাওয়া সরঞ্জাম মানুষকে ফিরিয়ে দিচ্ছে। খণ্ডঘোষ থানার তরফ থেকে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া বিভিন্ন সরঞ্জাম মালিকদের হাতে তুলে দেওয়া হল শুক্রবার । এদের মধ্যে মোবাইল, পার্টস সহ বিভিন্ন সরঞ্জাম ছিল। এই সরঞ্জাম তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন প্রভেশনার আই পি এস শ্রীনিবাস এমপি, এসডি পিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী, সিআইসি সুব্রত ঘোষ, ও সি খণ্ডঘোষ সুব্রত বেরা। হারানো বা চুরি যাওয়া সরঞ্জাম ফিরে পেয়ে প্রত্যেকে সন্তুষ্ট প্রকাশ করেছেন। জেলা পুলিশ ও খণ্ডঘোষ থানার পুলিশদের ধন্যবাদ জানিয়েছেন তারা।এই উপলক্ষে এসডিপিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী বলেন মানুষের পাশে দাঁড়ানোই পুলিশের কাজ। সেটা আইনশৃঙ্খলা রক্ষা হোক এবং বিভিন্ন চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার হোক। পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রতিনিয়ত এরকম কাজ করে যাচ্ছে। পুলিমেল এই কাজে স্থানীয় মানুষরা বেজায় খুশি। তারা পুলিশের এই ধরনের কাজের প্রভূত প্রশংসা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct