সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর, আপনজন: বিজেপি শাসিত রাজ্যের পর এবার হিজাব বিতর্কের রেশ খোদ পশ্চিমবঙ্গে। এক স্কুল ছাত্রীকে হিজাব পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করলো এক শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের মুগবসান হক্কানিয়া উচ্চ বিদ্যালয়ে। জানা গেছে বৃহস্পতিবার একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের এক শিক্ষিকা হিজাব পরে স্কুলে আসার জন্য বিতর্কিত মন্তব্য করেন। এছাড়াও ওই শিক্ষিকা ওই একাদশ শ্রেণীর ছাত্রীকে বলেন পরের দিন থেকে হিজাব পরে এলে আমার ক্লাস করতে দেবো না । এই ঘটনা ওই ছাত্রী বাড়িতে গিয়ে অভিভাবকদেরকে বলে। শুক্রবার অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখায়। এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কের বিদ্যালয়ের সামনে পথ অবরোধ করেন তারা। তাদের দাবি শিক্ষিকাকে ক্ষমা চাইতে হবে। অতঃপর ওই শিক্ষিকা ক্ষমা চাইলে তারা পথ অবরোধ তুলে নেয়।এই ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুদ্দিন মল্লিক বলেন, বিদ্যালয়ের এক শিক্ষিকা ও ছাত্রীর মধ্যে হিজাব ইস্যুতে একটা ঘটনা ঘটেছে। উভয়পক্ষের ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা। আগামীদিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমরা সে বিষয়ে সজাগ থাকব। উল্লেখ্য, কিছুদিন আগে দক্সিণ ২৪ পরগনার বারুইপুরের পদ্মপুকুর স্কুলে এক ছাত্রেীকে হিজাব পরা নিয়ে এ শিক্ষক হেনস্থা করায় ব্যাপক প্রতিবাদ হয়। পরিস্থিতি শামিল দিতে এগিয়ে আসেন বারুইপুর থাকার আইসি। এরপর অভিযুক্ত শিক্ষক ক্ষমা স্বীকার করে বিষয়টি মিটিয়ে নেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct