জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: শুক্রবার পুরুলিয়ার আড়ষা ব্লকে উদ্যান পালন দিবস পালন করা হয়। এদিন আড়ষা ব্লকের মিটিং হলে অনুষ্ঠানটি করা হয় বলে জানা যায়। আড়ষার অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্ক ঘটক, আড়ষা কৃষি অধিকর্তা কৌশিক মাঝি, জেলা উদ্যান পালন দপ্তরের সহ আধিকারিক মনোশিতা শীল, মাশরুম বিশেষজ্ঞ মুস্তাফিজুর রহমান, বাঘমুন্ডি ও আড়ষা ব্লক উদ্যান পালন দপ্তর অধিকর্তা শচীনন্দন মাঝি উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, এলাকার কৃষকের সামগ্রিক উন্নয়নে সামিল হবে উদ্যানপালন দপ্তরের বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্প। সমস্ত জেলা জুড়ে আগস্ট মাসের ২২ থেকে ২৮ তারিখ পর্যন্ত সপ্তাহ ব্যাপি দিনটি পালন করা হচ্ছে। ব্লকের উক্ত অনুষ্ঠানে এলাকার প্রগতিশীল কৃষকদের বিনামূল্যে উন্নত মানের চারা ও মাশরুম চারা এবং উদ্যানপালন দপ্তরের বিভিন্ন প্রকল্প বিষয়ক তথ্য প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সমস্ত কৃষকদের হাতে আম সহ বিভিন্ন গাছের চারা তুলে দেওয়ার হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ বলেন, কৃষকের সামগ্রিক উন্নয়নে আড়ষা পঞ্চায়েত সমিতি সবসময় কৃষকের পাশে থাকবে। বিডিও বলেন, কৃষি ও শিল্পের পাশাপাশি সমবায়, মৎস্য, প্রাণীসম্পদ সবকিছু নিয়েই কৃষকের উন্নয়ন। সবকিছুই ভালো করে করতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct