নকীব উদ্দিন গাজী, কাকদ্বীপ, আপনজন: সুন্দরবনের এলাকাবাসীদের কাছে যেন বাংলার সেই অতি পরিচিত প্রবাদ সর্বদাই বিরাজমান। কথাই বলে, নদীর ধারে বাস তার চিন্তা বারো মাস। প্রতিবছর বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার বাসিন্দাদের। কখনো বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান ,ইয়াস কখনো বা নদী বা সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস। বিপদ যেন কিছুতেই কিছু ছাড়েনা উপকূল তীরবর্তী এলাকার বাসিন্দাদের। পূর্ণিমার ভরা কোটালের আতঙ্কে রাতের ঘুম উঠেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের বেলতলা এলাকার বাসিন্দাদের। আতঙ্কের অন্যতম নাম পূর্ণিমার ভরা কটাল। গ্রামবাসীদের অভিযোগ নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর তীরে বেলতলা এলাকার কয়েকশো মিটার নদীবাঁধের বেহাল দশা হয়ে পড়েছে। বারবার প্রশাসনকে জানিও কোনরকম সুরাও হয়নি, বর্তমানে সর ু নদীবাঁধ জরাজীর্ণ অবস্থা। এমনকি নদীতে কোন পণ্যবাহী জাহাজ গেলে তার ঢেউয়ের জেরে বাঁধ ভেঙে যাচ্ছে। বেহাল নদীমাদের কারণে আতঙ্কে রয়েছে প্রায় কয়েকশো গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ সামনে পূর্ণিমার ভরা কোটার আর এই ভরা কোটালে নদীতে প্রবল জলোচ্ছ্বাস দেখা দেবে আর এই প্রবল জলোচ্ছ্বাসের জেরে নদী বাঁধ ভেঙে এলাকার প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ইতিমধ্যে আতঙ্কে রয়েছি আর আতঙ্কে জেরে বারবার নদী বাঁধে এসে পাহারা দিচ্ছে আমরা। এ বিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, কেন্দ্র নদী বাঁধ তৈরির জন্য টাকা দিচ্ছে না। তাই রাজ্যের পক্ষ থেকে এলাকার বাঁধ নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে। শীঘ্র সংস্কার করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct