নাজিম আক্তার, চাঁচল, আপনজন: প্রধানের দায়িত্বভার নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল। কংগ্রেসের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব তৃণমূলের নব নির্বাচিত সদস্যরা। হিসাবে গরমিল প্রকাশ্যে আসতেই পঞ্চায়েত দপ্তরের বাইরে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী সমর্থকেরা। হিসেব পরিষ্কার না হলে দায়িত্ব ভার নিতে নারাজ তৃণমূলের নব নির্বাচিত প্রধান।সমগ্র ঘটনাকে কেন্দ্র করে মালদহের চাঁচল-১ নং ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েত উত্তেজনা ছড়ায় শুক্রবার। মূলত, গত পাঁচবছর মকদমপুর গ্রাম পঞ্চায়েত কংগ্রেসেল দখলেই ছিল।প্রধান পদে ছিলেন সহদেব চন্দ্র মণ্ডল। তবে এই বছর পঞ্চায়েত দখল করতে ব্যর্থ হয় কংগ্রেস। একক ভাবে পঞ্চায়েত দখল করে তৃণমূল।প্রশাসনের নির্দেশে শুক্রবার মকদমপুর গ্রাম পঞ্চায়েতে দায়িত্ব ভার নিতে আসেন নব নির্বাচিত প্রধান রুমা খাতুন। নিয়মানুযায়ী পূর্বের সমস্ত কাজের খতিয়ান প্রকাশ্যে এনে নব নির্বাচিত প্রধানকে দায়িত্ব ভার তুলে দিতে হবে প্রাক্তন প্রধানকে। কিন্তু পূর্বের কাজের খতিয়ান সামনে আসতেই ঘটে বিপত্তি। তৃণমূলের সদস্যের অভিযোগ, পঞ্চদশ অর্থ কমিশনের সাতটি প্রকল্পে কোনোরকম সংস্কারের কাজ না করেই প্রায় ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। তা নিয়ে পঞ্চায়েত দপ্তরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পঞ্চায়েত দপ্তরের ভিতরে ও বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকেরা। এমনকি প্রাক্তন প্রধানকে ঘিরেও চলতে থাকে বিক্ষোভ। যদিও দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য জহুর আহমেদের অভিযোগ, এলাকায় নিকাশিনালার সংস্কার না করেই ৯৪ হাজার টাকা আত্মসাৎ করেছে। বিভিন্ন বুথে কাজ না করেই টাকা লোপাট করেছে। বিক্ষোভ কারী মোস্তাফিজুর রহমান,রকি আলম, আব্দুস সামাদদের অভিযোগ, এলাকায় অনেক সমস্যা রয়েছে। বহু জায়গায় বাসিন্দারা নিজেরাই বিকল সাব মার্সিবল মেরামত করেছে।কিন্ত সেই প্রকল্পের টাকা কাজ না করেই কংগ্রেস প্রাক্তন প্রধান লোপাট করেছে। তৃণমূলের নব নির্বাচিত প্রধান রুমা খাতুন বলেন,কংগ্রেসের দুর্নীতীর ভার যেন আমরা উপরে না পরে সেই ভেবেই প্রধানের পূর্ণ ভার নিব। আমি স্বচ্ছভাবে মানুষের হয়ে কাজ করতে চাই।চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য জানিয়েছেন,কোন অভিযোগ পায়নি। নির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct