আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়ায় উপ সমিতি গঠনকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড হল। শুক্রবার দুপুরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতের উপ সমিতি গঠনকে কেন্দ্র করে শাসক বিরোধী দলের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হল কৃষ্ণগঞ্জে। বিজেপি কর্মী সমর্থকদরা শাসক দলের দ্বারা আক্রান্ত হয় বলে অভিযোগ। জানা গেছে,গত পঞ্চায়েত নির্বাচনে ২৫ টি আসন বিশিষ্ট কৃষ্ণগঞ্জ পঞ্চায়েতে ১৩ টি আসনে জয়লাভ করে পঞ্চায়েত বোর্ড দখল করে তৃণমূল কংগ্রেস। বিজেপি পায় ১২ টি আসন। এছাড়াও পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ও বিজেপি ১টি করে আসনে জয়লাভ করে। সেক্ষেত্রে তৃণমূলের আসন সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৪ টি তে। অভিযোগ এই দিন পঞ্চায়েতের উপ সমিতি বোর্ড গঠন করতে গিয়ে তৃণমূল সমর্থিত একজন জয়ী সদস্য বিজেপি সদস্যদের মধ্যে গিয়ে বসে । অভিযোগ তৃণমূল এক সদস্যা বিজেপিকে সমর্থন করলে উভয় পক্ষের মধ্যে তীব্র বচসার সৃষ্টি হয়। ওই সদস্যার সার্টিফিকেট ও ব্যাগ ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে তৃণমূল সমর্থিত কর্মী সমর্থকদের বিরুদ্ধে। পাশাপাশি তৃণমূল আশ্রিত কর্মী সমর্থকদের বেধড়ক মারে গুরুতর জখম বেশ কয়েকজন বিজেপি সমর্থক বলে শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে সরাসরি আঙ্গুল তুলতে দেখা যায় বিরোধী শিবিরের নেতা কর্মীদের। জখম ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। যদিও ঘটনাটি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তৃণমূল সমর্থিত পঞ্চায়েত প্রধান মদন ঘোষ। তিনি বলেন, পঞ্চায়েত উপ সমিতির ভোটাভুটি শুরু হলে এক সদ্যসের ব্যালট পেপার কেড়ে নেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয়। পঞ্চায়েতের বাইরে বাধে ধুন্ধুমার কাণ্ড। তার ফলেই বেশ কয়েকজন আহত হয়েছে । ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct