আপনজন ডেস্ক: দলবদল বাজার চালু থাকলেও এবারের মতো রিয়ালের কেনাকাটা শেষ বলে জানিয়ে দিয়েছেন কার্লো আনচেলত্তি। অনেকেই তাতে অসন্তুষ্ট, কিলিয়ান এমবাপ্পেকে এবার পাওয়া যাচ্ছে না। তবে আনচেলত্তির দল যে ভরসা করার মতো খেলোয়াড় পেয়ে গেছে, সেটিই যেন দেখিয়ে চলেছেন জুড বেলিংহাম। খেলোয়াড়ি পজিশন এমবাপ্পের মতো না হলেও এবারের লা লিগায় একের পর এক গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ২০ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার। যার সর্বশেষ নজির, আজ সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে। বারবার হানা দিয়েও সেল্তার জমাট রক্ষণ যখন ভাঙা যাচ্ছিল না, তখন ৮১ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে ১-০ ব্যবধানের জয় এনে দিয়েছেন বেলিংহামই। এ নিয়ে চলতি লা লিগায় ৩ ম্যাচে চার গোল করেছেন এবারই মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেওয়া বেলিংহাম। সেল্তার মাঠ বালাইদোসে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই স্বাগতিকদের চাপের মুখে পড়তে হয় রিয়াল মাদ্রিদকে। তৃতীয় মিনিটেই রিয়ালের জালে বল পাঠিয়ে দেন স্ট্রান্ড লারসেন। তবে বল জালে পাঠানোর আগে রিয়াল গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে ফাউল করায় লারসেনের গোলটি ভিএআরে বাতিল হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct