আপনজন ডেস্ক: রাজ্য সরকার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানা এলাকাকে কলকতা পুলিশের আওতায় নিয়ে এসে সেখানে যখন আইন শৃ্খলা রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে তখন ভাঙড়ের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে শুক্রবার রাজ্য বিধানসভায় সরব হলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন বিধানসভার রাজ্যের স্বাস্থ্য শশী পাঁজার দৃষ্টি আকর্সণ চিকিৎসা পরিকাঠামোর অব্যবস্থার কথা তুলে ধরেন। নওশাদ বিধানসভায় বলেন, ভাঙড়ের অন্তর্গত ব্লক হসপিটাল দুটিতে পর্যাপ্ত পরিমাণে ডা,, নার্স, সাপোর্টিং স্টাফের অভাবে ভাঙড়ের প্রান্তিক মানুষেরা ব্লক হসপিটালগুলি থেকে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না। তাদের কলকাতার হসপিটালে রেফার করে দিচ্ছে। ফলে কলকাতার হসপিটালগুলিতে চাপ বাড়ছে রোগীর সংখ্যা। প্রত্যন্ত এলাকা থেকে কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করাতে তাদের ব্যয় হচ্ছে। এ ব্যাপারে নওশাদ সিদ্দিকী জানান, এদিন রাজ্য বিধানসভায় মাননীয়া স্বাস্থ্য মন্ত্রীর কাছে আবেদন করেছি, ভাঙড় এক নম্বর ও দু নম্বর ব্লক হসপিটাল গুলির চিকিৎসা পরিষেবা উন্নতমানের করার জন্য যাতে প্রান্তিক মানুষেরা ভাঙড়ের ব্লক হসপিটাল থেকেই উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct