আপনজন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন না বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে যাওয়ার পরিকল্পনা করছেন না। পুতিনের প্রধান গুরুত্ব এখন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান। এখন পর্যন্ত, জি-২০ শীর্ষ সম্মেলন সম্পূর্ণরূপে একটি ব্যক্তিগত ইভেন্ট হবে এবং যারা ব্যক্তিগতভাবে অংশ নেবে না তাদের জন্য কোনও বিশেষ সুবিধা মিলবে না। প্রেসিডেন্ট পুতিনের ভার্চুয়াল সম্মেলনে যোগ দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ব্যতিক্রম না থাকে (যদি তা হয় তবে তা হবে শেষ মুহূর্তের ঘোষণা) তাহলে পুতিনের পক্ষে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। লাভরভ বালিতে গত শীর্ষ সম্মেলনে হাজির ছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি দেশের নেতারা ব্যক্তিগতভাবে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী আলবানিজ প্রথম তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন মাত্র দু’দিন আগে এই ঘোষণা দেন। যেহেতু ভারত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) স্বাক্ষরকারী নয়, তাই প্রেসিডেন্ট পুতিনকে তার আগমনের সময় গ্রেফতার করা হত না। সুতরাং, এটি তার আবার দিল্লি সফরের সিদ্ধান্ত নেওয়ার কারণ নয়। তবে, সংক্ষিপ্ত ওয়াগনার অভ্যুত্থান এবং সম্প্রতি একটি বিমান দুর্ঘটনায় ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর পরে, পুতিনকে ঘরের মাঠে অনেক কিছু সামলাতে হবে। বিমান বিধ্বস্তের পেছনে প্রেসিডেন্ট পুতিনের হাত রয়েছে বলে যে জল্পনা চলছে তা ভিত্তিহীন বলেছেন পুতিনের মুখপাত্র পেসকভ। তিনি বলেন, পুতিন বলেছেন, বিমানে থাকা যাত্রীদের ডিএনএ পরীক্ষাসহ প্রয়োজনীয় সব মূল্যায়ন করা হবে। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে আলাপকালে বলেছেন, দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আমন্ত্রণের তালিকা থেকে জেলেনস্কিকে বাদ দেওয়ায় তিনি হতাশ। রাশিয়ার সামনে একটি ব্যস্ত বছর থাকবে কারণ এটি সম্প্রতি ব্রিকস গ্রুপের সভাপতিত্ব গ্রহণ করেছে এবং আগামী বছর কাজানে পরবর্তী শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। ২০২৪ সালে আরও ছয়টি দেশ পূর্ণসময়ের সদস্য হবে। ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফল করতে রাশিয়া অনেক কিছু করতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct