নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া, আপনজন: ইতিমধ্যেই চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩, চাঁদের মাটিতে পা রেখেছে বিক্রম, বিক্রমের ভেতর থেকে বেরিয়েছেন রোভার প্রজ্ঞান, প্রজ্ঞান চাঁদের মাটিতে চলাফেরা করে বিভিন্ন ডেটা পাঠাবেন ইসরোর কাছে। এই রোভার অর্থাৎ প্রজ্ঞানের মুভমেন্ট কোন দিকে হবে কোঅর্ডিনেট করার দায়িত্বে আছেন বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের ডান্না গ্রামের যুবক কৃষানু নন্দী। ছোট থেকেই তিনি মেধাবী ছিলেন মাধ্যমিক দিয়েছেন পাত্রসায়ের বামিরা গুরুদাস বিদ্যায়তন থেকে এরপর উচ্চ মাধ্যমিক কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এমটে ক শেষ হবার আগেই ইসরোতে চাকরি পান কৃষাণু নন্দী। তার হাতে গুরু দায়িত্ব দেয় ইসরো। কৃষানুর এই সাফল্যে গর্বিত সমগ্র পাত্রসায়ের থেকে শুরু করে বাঁকুড়া জেলার মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct