রঙ্গিলা খাতুন, ভরতপুর, আপনজন: মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি নজরুল ইসলাম টারজেনের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে শোরগোল রাজনৈতিক মহলে। জানা গিয়েছে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির নজরুল ইসলাম ওরফে টার্জান আরএলআই দপ্তরের কর্মী হয়েও কাজে না গিয়ে সামলাচ্ছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির দায়িত্ব। ব্লক সভাপতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন ভরতপুর থানার করাইল গ্রামের বাসিন্দা সানোয়ার সেখ । তার অভিযোগ সরকারি কর্মচারী হয়ে কি ভাবে তৃণমূল দলের সভাপতি হয়ে রয়েছেন? যদিও এবিষয়ে কোন প্রতিক্রিয়া মেলেনি টারজেন বাবুর। নিজের দায়িত্ব এড়িয়ে রাজনৈতিক কাজ কর্ম করায় বিপাকে নজরুল ইসলামের কর্মস্থল হিজল এলাকার কৃষিজীবীরা। নজরুল বাবুর অনুপস্থিতির কারণ বন্ধ হয়ে গেছে রীভার পাম্প। মোটা টাকা খরচ করে সেচের জল যোগাতে হচ্ছে ওই এলাকার কৃষিজীবীরা। যদিও এবিষয়ে আইনজীবী মহলের সাফ কথা। সরকারি কর্মী তার নিজের কাজ বাদ দিয়ে সরাসরি রাজনৈতিক দলের পোষ্ট হোল্ড করলে। তা সার্ভিস রুল ব্রেক হচ্ছে বলেই মত প্রকাশ করেছেন। এটা সম্পূর্ণ আইন বিরোধী এবং অপরাধমূলক কাজ। সরকারি বেতনভোগী নজরুল বাবু তার নিজের দায়িত্ব পালন না করে বছরের পর বছর সরকারি বেতন তুলছেন কান্দি ব্লক থেকে। এ বিষয় নিয়ে কান্দি ব্লকের বিডিও শ্রীকুমার ভট্টাচার্য কি বললে “বিষটি তদন্ত করে দেখা হবে প্রয়োজনে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct