আপনজন ডেস্ক: দ্বিতীয় দফায়ও গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া। আজ বৃহস্পতিবার ভোরে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। কিন্তু স্যাটেলাইট বহনকারী রকেটের তৃতীয় পর্যায়ের সমস্যার কারণে এটি ব্যর্থ হয়। স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা সম্পর্কে উত্তর কোরিয়া সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে, ‘রকেটের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের উড্ডয়ন স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় পর্যায়ের উড্ডয়নের সময় জরুরি ব্লাস্টিং সিস্টেমে ত্রুটির কারণে উৎক্ষেপণটি ব্যর্থ হয়। আগামী অক্টোবর মাসে উত্তর কোরিয়া আবারও সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা করবে বলেও জানিয়েছে দেশটি। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৩টা ৫০ মিনিটে স্যাটেলাইটটির উৎক্ষেপণ শনাক্ত করে তারা। উৎক্ষেপণের পর রকেটটি ইয়েলো সাগরের ওপর দিয়ে ‘আন্তর্জাতিক আকাশসীমা অতিক্রম করে।’আলজাজিরা বলছে, এর প্রায় ১০ মিনিট পর জাপানের ওকিনাওয়ার দক্ষিণতম অঞ্চলের বাসিন্দাদের তাদের বাড়ির ভেতরে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শসহ জরুরি সতর্কতা দেওয়া হয়। তবে প্রায় ২০ মিনিট পর তুলে নেওয়া হয় সেই সতর্কতা। জাপান জানিয়েছে, রকেটটির ভাঙা অংশ ইয়েলো সমুদ্র, পূর্ব চীন সমুদ্র এবং প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। আর জাপানের খুব কাছেই রকেটের ভাঙা অংশ পড়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct