সঞ্জীব মল্লিক, বিষ্ণুপুর, আপনজন: ঘুঘুর বাসা বি এল আর ও অফিস। টাকা ছাড়া পাতা নড়ে না দফতরের অভিযোগ তুলে খোদ শাসক দলের ব্লক সভাপতির নেতৃত্বে জনপ্রতিনিধিরাই তালা লাগিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন বিএল আর ও অফিসে। ঘুঘুর বাসা বি এল আর ও অফিস। সেই অফিসে টাকা ছাড়া পাতা নড়ে না। না কোনো সাধারণ মানুষ নয়। এই অভিযোগ তুলে বিএল আর ও অফিসে কর্মী আধিকারিকদের রীতিমত তালাবন্দী করে বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের নেতা কর্মী ও জনপ্রতিনিধিরা। বাঁকুড়ার ইন্দপুর ব্লকের এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে বারেবারেই দুর্নীতির অভিযোগ ওঠে রাজ্যের বিভিন্ন প্রান্তে। রাজ্যের প্রশাসনিক প্রধান খোদ মুখ্যমন্ত্রীও একবার ভূমি সংস্কার দফতরকে ঘুঘুর বাসা বলে উল্লেখ করলেও তাতে হাল যে মোটেও ফেরেনি তা প্রমাণ করল ইন্দপুরের আজকের ঘটনা। আজ খোদ শাসক দলের ইন্দপুর ব্লকের ব্লক সভাপতি রেজাউল খানের নেতৃত্বে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি সহ তৃণমূলের নেতা কর্মীরা ইন্দপুর ব্লকের বিএল আর ও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ইন্দপুরের বিডিও বিএল আরও অফিসে গেলে তাঁকে ঘিরেও বিক্ষভ দেখান তৃণমূলের জনপ্রতিনিধি ও কর্মীরা। তৃণমূলের দাবী এই বিএল আর ও অফিসের আধিকারিক ও কর্মীরা আপাদমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে। টাকা না দিলে এই দফতরে কোনো কাজ হয়না। টাকার বিনিময়ে অবলীলায় সরকারী জমি অন্যের নামে রেকর্ড হয়ে যায়। টাকা না দিতে পারায় সামান্য ইকনমিক উইকার গ্রুপের সংশাপত্র পেতেও পড়ুয়াদের মাসের পর মাস বিএল আর ও অফিস থেকে ঘুরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারী তৃণমূলের দাবী চুরি করবে বিএল আর ও অফিস আর চোর তকমা পেতে হবে তৃণমূলকে তা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আগামীদিনে আরো বড় আন্দোলন গড়ে তুলবেন তাঁরা। ইন্দপুরের বিএল আর ও তৃণমূলের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বিডিওর দাবি বিএলআরও পৃথক দফতর। তা সত্বেও অভিযোগগুলি লিখিত ভাবে পেলে তিনি পরবর্তী পদক্ষেপ করবেন। বিরোধী দলের দাবি বিএল আর ও অফিসের দুর্নীতি নিয়ে বারেবারে সরব হয়েছে বিজেপি। সেই অভিযোগই আজ প্রমানিত হল। বারেবারে এতদিন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের একগোষ্ঠী ক্ষমতায় ছিল। আজ অন্যগোষ্ঠী ক্ষমতায় এসেছে। নিজেদের প্রমাণ করতেই আজ এভাবে বিএল আর ও অফিসে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct