আপনজন ডেস্ক: ব্রিটেনের লিভারপুল সিটিতে ইসলামিক স্কুল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে দেশটির শিক্ষা বিভাগ। ইডেন গার্লস লিডারশিপ একাডেমি নামের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি শহরের প্রথম ইসলামিক স্কুল হতে যাচ্ছে। ব্রিটেনের শিক্ষাবিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান স্টার একাডেমিসের তত্ত্বাবধানে তা পরিচালিত হবে। স্টার একাডেমিস লিভারপুল ছাড়াও দেশটির আরো ১৫টি শহরে এ ধরনের ফ্রি স্কুল প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছে। এক বিবৃতিতে স্টার একাডেমিস জানিয়েছে, তাদের স্কুলগুলো ইসলাম ধর্মভিত্তিক হলেও সেখানে সব ধর্মের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রয়েছে। এ স্কুলে বিস্তৃত ও ভারসাম্যপূর্ণ একাডেমিক পাঠ্যক্রম অনুসরণ করা হবে। এখানে ১১-১৮ বছর বয়সী ৮০০ মেয়ে ভর্তির সুযোগ পাবে। শিক্ষার্থীরা বৈচিত্র্যপূর্ণ নেতৃত্বের প্রগ্রামের মাধ্যমে বিভিন্ন দাতব্য ও সামাজিক কার্যক্রমে অংশ নেওয়ার অনুপ্রেরণা পাবে। স্টার একাডেমির প্রধান নির্বাহী স্যার হামিদ পাটেল সিবিই বলেছেন, ‘শিশুরা যেখানেই থাকুক এবং তাদের ভিত্তি যা-ই হোক, শিশুরা উন্নতমানের শিক্ষা লাভের অধিকার রাখে। আমাদের নতুন মাধ্যমিক স্কুল খোলার আবেদন গৃহীত হয়েছে। লিভারপুলের ইডেন গার্লস লিডারশিপ একাডেমি শহরের হাজারো তরুণের সম্ভাবনা উন্মোচনে সাহায্য করবে। সরকারের বিনা মূল্যের স্কুল কর্মসূচি পরিচালিত হবে। লিভারপুল কাউন্সিলের লিলা বেনেট জানান, আগামী বছর স্কুলটির জায়গা নিশ্চিত হলে এর কার্যক্রম শুরু হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct