আপনজন ডেস্ক: বুধবার চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। এমন অর্জনে বিশ্বব্যাপী প্রশংসার পরদিনই একটি দুঃসংবাদ পেল ভারতের ক্রীড়াঙ্গন। সেটি হল, ভারতের কুস্তি ফেডারেশনের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং’। সম্প্রতি মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থাসহ একাধিক বিতর্কে জড়িয়ে পড়ে ফেডারেশন, যে কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। আর নির্বাচন না করায় সদস্যপদ স্থগিত করা হল। আগামী মাসে সার্বিয়ার বেলগ্রেডে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের এই সিদ্ধান্তের কারণে ভারতের কুস্তিগিরেরা দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না। অবশ্য দেশের নাম না নিয়ে তারা এককভাবে লড়তে পারবেন। তবে সেপ্টেম্বর থেকে চীনের হ্যাঝুতে শুরু হওয়া এশিয়ান গেমসে ভারতের কুস্তিগিরেরা দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন। কয়েকজন মহিলা সহ ভারতের শীর্ষ কুস্তিগিরদের একাংশের সঙ্গে ফেডারেশনের বেশ কিছুদিন যাবৎ বিবাদ চলছে। কুস্তিগিরেরা সংস্থার কাজকর্ম এবং ফেডারেশনের সাবেক সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে রাস্তায় নেমেছিলেন। এই অভিযোগের জেরে গত জানুয়ারি ও মে মাসে দুবার ভারতের কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড করেছিল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। সংস্থাটি ভারতের কুস্তি ফেডারেশনকে জানিয়েছিল, নির্বাচন না করা হলে অনির্দিষ্টকালের জন্য ভারত সাসপেন্ড (বরখাস্ত) হয়ে যেতে পারে। ফেডারেশনের পরিচালনা কমিটির ১৫টি পদের জন্য ১২ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত সোমবার বিদায়ী ফেডারেশনের প্রধান ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিংসহ চারজন প্রার্থী বিভিন্ন পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘এটা গোটা জাতির জন্য একটা চরম অস্বস্তিকর বিষয়। কেন্দ্র সরকার আমাদের কুস্তিগির বোনদের লজ্জাজনকভাবে অপমান করেছে। কেন্দ্র সরকার এবং বিজেপি সম্পূর্ণ পুরুষতান্ত্রিক ব্যবহারের মাধ্যমে আমাদের বোনদের চরম হয়রানি করে চলেছে, চরম অহংকারী পদক্ষেপ নিচ্ছে। ভারতের উচিত এই সরকারের বিরুদ্ধে দাঁড়ানো। যাদের কোনো নৈতিক বোধ নেই, তাদের শাস্তির প্রয়োজন আছে। হিসাবের দিন খুব বেশি দূরে নয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct