আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: শাসকদল তৃণমূল কংগ্রেসের জয়ী সদস্যদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস, সিপিএম আইএসএফ জোটের বিরুদ্ধে। বুধবার নদিয়ার চাপড়া ব্লকের বৃত্তিহুদা গ্রাম পঞ্চায়েতের উপ সমিতি গঠন ছিল। সেখানেই তৃণমূলের জয়ী সদস্যদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কংগ্রেস সিপিআইএম,আইএসএফ জোট সমর্থিত পঞ্চায়েত বোর্ডের সদস্যদের বিরুদ্ধে। পরে পুলিশের হস্তক্ষেপে তারা ভেতরে ঢোকার সুযোগ পান বলে জানা গিয়েছে। যদিও শাসক দলের পক্ষ থেকে তোলা এই দাবি অস্বীকার করেছেন বৃত্তিহুদা গ্রাম পঞ্চায়েতের প্রধান রুপালি খাতুন মন্ডল। এই প্রসঙ্গে প্রধান রূপালী খাতুন মন্ডল বলেন, সময় পেরিয়ে যাওয়ার পরে তৃণমূল সমর্থিত সদস্যদের আমরা তাদের ঢুকতে দিয়েছি। তারা যে অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রসঙ্গত উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে ২৯ টি আসন যুক্ত এই পঞ্চায়েতে ১৭ টি আসনে জয়লাভ করে পঞ্চায়েত বোর্ড গঠন করে কংগ্রেস সিপি(আই(এম আইএসএফ জোট। শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা, জয় লাভ করে ১২ টি আসনে। বুধবার পঞ্চায়েতের উপ সমিতি গঠন চলছিল। সেই সময় তৃণমূল কংগ্রেসের জয়ী সদস্যদের ভেতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কংগ্রেস সিপি(আই)এম আইএসএফ জোট সমর্থিত বর্তমান পঞ্চায়েত বোর্ড সদস্যদের বিরুদ্ধে। পরে পুলিশের হস্তক্ষেপে তারা ভেতরে যাওয়ার সুযোগ পান। সাময়িকভাবে পরিস্থিতি ঘোরানো হয়ে উঠলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।অন্যদিকে চাপড়া এক নম্বর,হাতি শালা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত শাসক সংখা গরিষ্ঠতা নিয়ে উপ সমিতি গঠন করলো।উপ সমতি গঠন কেন্দ্র গ্রাম পঞ্চায়েত অফিসে সামনে পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct