অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিদ্যুৎ নিরাপত্তা বিষয়ক একটি বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হলো বুধবার। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার অন্তর্গত বাগবাড়ী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে এদিনের এই বিদ্যুৎ নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভায় ডাব্লুবিএসইডিসিএল এর তরফে উপস্থিত ছিলেন, শুভদীপ ব্যানার্জি, অনির্বাণ সরকার, মইদুল ইসলাম, বিপিন কুমার, তাপস রাজভর সহ আরো অনেকে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির (ডাব্লুবিএসইডিসিএল) দক্ষিণ দিনাজপুর আঞ্চলিক দফতরের তরফে জেলার বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলিতে বিদ্যুৎ নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে সচেতনতা মূলক শিবির করবার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেইমতো এদিন বাগবাড়ী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে একটি সচেতনামূলক শিবির অনুষ্ঠিত হয়। সেখানেই বিদ্যুতের দ্বারা যাতে কোন দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় সতর্কতা ও বিদ্যুৎ ব্যবহারে যাতে কোন দুর্ঘটনা না ঘটে তার সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে পড়ুয়াদের মাঝে বিস্তারিত আলোচনা করেন প্রশিক্ষকেরা। এই আলোচনা সভায় প্রজেক্টরের মাধ্যমে পুরো বিষয়টি পড়ুয়াদের মাঝে তুলে ধরেন তাঁরা। এ বিষয়ে ডাব্লুবিএসইডিসিএল এর তরফে মইদুল ইসলাম জানান, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির আঞ্চলিক শাখার উদ্যোগে ও বালুরঘাট ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার দীপঙ্কর দাস এর তৎপরতায় এই সচেতনামূলক শিবির গুলো নিয়মিত করা হচ্ছে বিভিন্ন বিদ্যালয়গুলিতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct