আজিজুর রহমান, গলসি, আপনজন: গলসিতে তৃণমুলের গোষ্ঠী কোন্দলের জেরে মারধরের অভিযোগ। দলের লোকেদের লাঠির আঘাতে মাথা ফাটল মীর অঞ্জন নামে এক তৃণমূল কর্মীর। তাছাড়াও মাথা ফাটে সেখ সাদ্দাম নামে এক গ্রামবাসীর। এর সাথে সাথে ঘটনায় জখম হয়েছেন তৃণমূল কর্মী সেখ হিরা। তাকেও লাঠি দিয়ে মারধর করার অভিযোগ। আহতরা তিনজনই গলসি ১ নং ব্লকের পুরসা গ্ৰামের বাসিন্দা। গত মঙ্গলবার রাত ১০ টা নাগাদ আচমকা ওই হামলা চালাই বলে জানিয়েছেন আহতরা। তবে ঘটনার পরই চম্পট দেয় অভিযুক্তরা। পঞ্চায়েত গঠনের পরেই এমন ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার পরই স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে প্রথমে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানে সেখ সাদ্দাম ও মীর অঞ্জনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে ঘটনার জেরে গ্রামে রয়েছে চাঁপা উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে গলসি থানার পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত সেখ হিরা বলেন, আমি টিভি দেখছিলাম। বাইরে কয়েকজনের সাথে অঞ্জন বসে ছিল। সেই সময় হঠাৎ পার্থ মন্ডলের গোষ্ঠীর লোকেরা আমাদের উপর হামলা চালায়। আমাদের লাঠি ও শাবল দিয়ে মারধর করে। এদিকে সেখ সাদ্দাম বলেন, আমি রাজনীতি করিনা। রাস্তায় জ্যাম দেখে আমি বাড়ির বাইরে দাড়িয়ে দেখছিলাম। ওই সময় আচমকা আমার মাথায় লাঠি দিয়ে মারে সারাফত মন্ডল। আমি ঘটনার কথা থানায় জানিয়েছি। এদিকে রাত থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি কেন ওই ঘটনা তারও তদন্ত শুরু করেছে গলসি থানা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct