এম মেহেদী সানি, হাবড়া, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া-১ ব্লকের রাউতাড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান কল্যাণ মজুমদার (মানব) এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় বুধবার ঘোষণা করেন আগামী মাস থেকে জনগণের সুবিধার্থে ‘দুয়ারে প্রধান’ কর্মসূচির সূচনা হবে ৷ সংশ্লিষ্ট বিষয়ে কল্যাণ মজুমদার (মানব) বলেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী কে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি, মুখ্যমন্ত্রী যেমন শুধুমাত্র নবান্নে বসে সরকার চালান না তিনি জেলায় জেলায় গিয়ে জেলা আধিকারিক, বিধায়কসহ জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন, অভাব অভিযোগের কথা শোনেন ঠিক তেমনি ভাবে আমিও চাই না গ্রাম পঞ্চায়েতে বসে প্রধানের দায়িত্ব পালন করি ৷ তাই পরিকল্পনা নিয়েছি আগামী মাস থেকে ‘দুয়ারে প্রধান’ কর্মসূচির সূচনা করব ৷ যে কর্মসূচির মাধ্যমে রাউতাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ২৬ টি বুথেই আমি নিজে গিয়ে মানুষের সুবিধা অসুবিধা অভাব অভিযোগের কথা জানবো এবং স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে পরামর্শ করে সব সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করব ৷’ নবনির্বাচিত প্রধানের এই ঘোষণায় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন ৷ ২০০৩ সাল থেকে ২০২৩ সাল, একটানা পাঁচবার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছেন মানব ৷ এবার দলীয় সিদ্ধান্তে রাউতাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন তিনি ৷ নয়া প্রধানের কর্মপরিকল্পনা জানতে চাওয়া হলে তিনি জানান, ‘বর্ষাকাল চলছে, ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তাই আমার প্রথম কাজ হবে ডেঙ্গু নিয়ন্ত্রণ। পাশাপাশি নিকাশি ব্যবস্থা উন্নত করা, প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়া, এবং প্রচুর পরিমাণ বৃক্ষরোপনের লক্ষ্য রয়েছে ৷’ এদিন রাউতাড়া গ্রাম পঞ্চায়েত এলাকাবাসীর পাশে থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করার বার্তা দেন উপ-প্রধান পূজা কায়পাত্র ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct