নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি, আপনজন: আল কোরআন একাডেমি লন্ডনের সহযোগীতায় এবং দ্য কোরআন স্টাডি সার্কেল এর উদ্যোগে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় পবিত্র আল কুরআনের বার্তাকে ছড়িয়ে দেওয়ার মহান আদর্শকে সামনে রেখে গত ১৯ অগাষ্ট থেকে ২২ অগাষ্ট অবধি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে কোরআন পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়। এই লক্ষ নিয়ে প্রথম ১৯ শে অগাষ্ট জলপাইগুড়ি জেলার সাপ্টিবাড়ি নামে এক প্রত্যন্ত গ্রামে হাফেজিয়া তাজবিদুল কুরআন মাদ্রাসায় সেখানকার ছাত্রদের নিয়ে একটি অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন কুরআন স্ট্যাডি সার্কেল এর সেক্রেটারি জনাব জালালুদ্দিন আহমেদ, রাজ্য কনেভেনর তথা অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক মৌলানা মুহাম্মদ রাকিব হক, জেলা কমিটির উপদেষ্টা মৌলানা মাহবুব আলম কাসেমি, শিক্ষক সোহেল আহমদ সিদ্দিকি, অন্যান্য শিক্ষক ও ছাত্ররা । কোরআনের তিলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কচিকাঁচাদের উৎসাহ ছিলো চোখে পরার মতো। কুরআন অনুধাবনের গুরুত্ব তুলে ধরেন রাজ্য কনভেনর রাকিব হক। মাদ্রাসার শিক্ষক হাফেজ মাহবুব আলম বলেন -”এই প্রজন্মকে সাধারন শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়া খুবই প্রয়োজন। শুধু কোরআন হাদিস পড়াই নয় পাশাপাশি এর মর্মার্থ বুঝে তা আর দশজনকে বোঝানোর দায়ীত্ব আগামীতে এদেরই।” আলেম সমাজ ও সাধারণ শিক্ষিত ধার্মিক মানুষের মধ্যে সমন্বয় এবং আলেমদের এই মহতি কাজে এগিয়ে আসার ওপর জোর দিয়ে কিছু কথা তুলে ধরেন জলপাইগুড়ি জেলা কনভেনর রাজেশ কবীর সাহেব।তিনি বলেন “আলেম সমাজ ও সাধারণ শিক্ষিত ধার্মিক মানুষের মধ্যে সমন্বয় এ সময়ে খুব প্রয়োজন। কুরআনের মর্মবাণী গভীর ভাবে অনুধাবন করার জন্য আরবি ভাষা শিক্ষার কোন বিকল্প নেই, আমরা আসা রাখি এই কুরআনের অনুবাদ মানুষ কে সেই দিকে আসার আগ্রহ সৃষ্টি করবে।”অনুষ্ঠান শেষে উপস্থিত ছাত্রদের সকলের হাতে উপহার হিসেবে কোরআনের আমপারা অনুবাদ কপি তুলে দেওয়া হয়।
ফেরার পর সন্ধ্যায় ঢোলটোডাঙ্গা নামে পাড়ায় চায়ের আসরে বেশ ভালো সংখ্যক মানুষের উপস্থিতিতে আলাপ আলোচনায় অংশ নেন বিশেষ অতিথী জনাব জালালুদ্দিন আহমেদ সাহেব। শিক্ষা স্বাস্থ্য সচেতনতার ওপর জোর দেওয়া হয়। চা চক্রের আলোচনা শেষে উপস্থিত গ্রামবাসীদের হাতে পবিত্র কোরআন শরীফের আরবী সহ বাংলা অনুবাদ তুলে দেওয়া হয়। দ্য কোরআন স্টাডি সার্কেলের স্টেট কো-অর্ডিনেটর আব্দুর রাকীব তুলে ধরেন কোরআন পাঠের গুরুত্ব৷ ২০ অগাষ্ট দুপুরে জলপাইগুড়ি শহরের প্রবেশদ্বার পাহাড়পুর এলাকায় একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেন সেখানকার স্থানীয় যুবকেরা। সেখানে উপস্থিতিদের সামনে বক্তব্য তুলে ধরেন সম্মানীত অতিথীরা। এলাকার আলেম মৌলানা হারুন রশীদ বলেন “সমাজের মাঝে কুরআন ও নবীর সা: আদর্শ তুলে ধরতে এ রকম মহতি অনুষ্ঠান কে আমি স্বাগত জানাই।” অনুষ্ঠানশেষে সকলের হাতেই কোরআন শরীফের বঙ্গানুবাদ তুলে দেওয়া হয়।ময়নাগুড়ি বিডিও অফিস পাড়া সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের আয়োজন করেন জেলা সহ কনভেনর মুকছেদ আলম ও স্থানীয়রা। সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিদ্বজনেরা। উপস্থিত ছিলেন মা ও বোনেরাও। বেশ মনোজ্ঞ এক আয়োজনে উপস্থিতির সংখ্যাও বেশ ভালো। তিলাওয়াতের পর বক্তব্য রাখেন জনাব ড. মৌলানা মানসুর আলী সাহেব, এলাকার শিক্ষা দরদি লতিফ স্যার, আল্লামা ইকবাল রচিত “ জবাবে শিকবা”র মনোমুগ্ধকর আবৃত্তি করে শোনান ময়নাগুড়ির ব্লকের জয়েন্ট বিডিও জনাব কাজী এম.ডি মুবিন সাহেব। দ্য কুরআন স্টাডি সার্কেলের ডিরেক্টর জালালুদ্দিন আহমেদ তুলে ধরেন যে পবিত্র কোরআন শুধু মুসলিমদের গ্রন্থ নয়। সমগ্র মানুষের জন্য একটি বহুল পঠিত গ্রন্থ আল কোরআন হলো জ্ঞানের ভান্ডার। যেকোন ধর্মের যেকোন বর্ণের শিক্ষিত মানুষের প্রিয় হতে পারে এই কোরআন। তিনি পশ্চিমবঙ্গের কাজ ও পরিধি তুলে ধরেন সকলের সামনে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাফি কামাল। অনুষ্ঠান শেষে সকলের হাতে উপহার স্বরুপ পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়। ২১ শে অগাষ্ট জলপাইগুড়ি জেলা থেকে অদুরে একটি গ্রাম বাহাদুর গ্রামে এলাকার সমাজসেবী সফিয়ার রহমানের উদ্যোগে দুপুরে একটি ঘড়োয়া অনুষ্ঠানে অংশ নেন ডিরেক্টর জালালুদ্দিন আহমেদ সাহেব, সহ স্টেট কনভেনর মুহাম্মদ রাকীব হক ও ডিস্ট্রিক্ট কনভেনর। সেখানেও উপস্থিতিদের সাথে আলাপ চারিতার পর সকলের হাতেই কোরআন তুলে দেওয়া দেওয়া হয়। এরপর জলপাইগুড়ির মাদারগজ্ঞ কাদোবাড়িতে সেখানকার স্থানীয়রা একটি মনোজ্ঞ সন্ধ্যার আয়োজন করেন যাতে উপস্থিত থাকেন ডিস্ট্রিক্ট কনভেনর সহ স্টেট কনভেনর, সেক্রেটারি সকলে। উপস্থিতির পক্ষ থেকে এলাকার প্রবীন সমাজসেবী নুর ইসলাম সাহেব বেশ মুল্যবান বক্তব্য রাখেন উপস্থিত সকলের সামনে। তিনি জানান “আগামীতে আমরা থাকবোনা। আর তখন সমাজের সকল দায়ভার নিতে হবে আমাদের এই পরের প্রজন্মকেই।” কুরআনের অনুবাদ পেয়ে বেশ আপ্লুত হয়ে পরেন সেলিম সাহেব নামে এক শ্রোতা। অশ্রু শিক্ত নয়নে তিনি জানান যে, “ আমি অনেক দিন ধরে অনুবাদকৃত কোরআনের খোঁজ করছিলাম, আজকে জীবনের সবচেয়ে মুল্যবান উপহার পেলাম।” সকলকে কোরআন বুঝে পড়ার প্রতি আহ্বান জানান সদস্য রুপন ইসলাম ও মিন্টু ইসলাম। চারদিন ব্যাপি এই অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে দ্য কুরআন স্ট্যাডিঃ সার্কেল এর সেক্রেটারি জনাব জালালুদ্দিন আহমেদ জানান “আলহামদুলিল্লাহ, উত্তরবঙ্গের অনাবিল সৌন্দর্যের পাশাপাশি এখানকার মানুষদের জীবনযাত্রা ও একে অন্যের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও মেলবন্ধন রয়েছে। এখানে চা বাগান, শ্রমিক, ও পাহাড়ি পরিবেশের মাঝে কোরআনের বাণী, নবীর সা: আদর্শ পৌঁছাও নি এখনও। অনেকেই নবী মুহাম্মাদ সাঃ সম্পর্কেও ঠিকমতো জানেন না। দ্য কোরআন স্টাডি সার্কেলের পক্ষ থেকে এই উপলব্ধী হয় যে সকলের কাছেই কোরআনের বানী পৌঁছোতে সকলকে উদাত্ত আহ্বান জানানোর খুবই দরকার।”সর্বশেষে দ্য কোরআন স্টাডী সার্কেলের কনভেনর তথা অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক মাওলানা মুহাম্মদ রাকিব হক , “জলপাইগুড়ি জেলায় এই মহান কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।”।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct