সেখ রিয়াজউদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূম জেলার নবনির্বাচিত জেলা সভাধিপতি কাজল শেখ বুধবারসতীপীঠ কঙ্কালীতলায় এসে পূজো দিলেন। পুজো দেওয়ার একটাই উদ্দেশ্য আগামী দিনে বীরভূমকে কিভাবে সাজিয়ে তোলা যায় সেই উদ্দেশ্যেই সতীপীঠ কংকালীর কাছে প্রার্থনা করলেন। জেলা সভাধিপতি চলার শুরু হওয়ার আগেই কঙ্কালীতলায় পুজো দিয়ে তার সভাপতির পথ চলার রাস্তা যাত্রা শুরু করলেন। এদিন সকালে সতীপীঠ কঙ্কালীতলা মায়ের কাছে পুজো দিলেন সভাধিপতি কাজল শেখ ছাড়াও নানুর বিধানসভার বিধায়ক বিধান মাঝি এছাড়াও ছিলেন কঙ্কালী পঞ্চায়েতের উপপ্রধান মামুন সেখ ও পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকেরা। কংকালিতলায় সাংবাদিকদের তিনি বলেন, আজ চন্দ্রযান সন্ধ্যার সময় অবতরণ করবে তার আগেই তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। এরপর তিনি যাত্রা শুরু করেন তারাপীঠ উদ্দেশ্যে সেখানে মন্দিরে গিয়ে তারা মায়ের পূজো দেন এবং সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করেন আগামী দিন সকলকে নিয়ে একসঙ্গে পথ চলতে পারি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct