আপনজন ডেস্ক: সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (সিএআর) মুসলিমদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর অভিযোগে প্রাক্তন জঙ্গি কমান্ডারকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারকদের সামনে তুলে ধরবেন যুদ্ধাপরাধের আইনজীবীরা। মঙ্গলবার থেকে শুরু হওয়া হেগভিত্তিক আইসিসির তিন দিনের শুনানিতে প্রসিকিউটররা ম্যাক্সিম মোকোমের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুটপাট ও সম্পত্তি ধ্বংসের পাশাপাশি মসজিদসহ ধর্মীয় স্থাপনায় হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করার মতো পর্যাপ্ত প্রমাণ আছে কিনা তা নিয়ে সওয়াল করবেন।৪৪ বছর বয়সি মোকোমের বিরুদ্ধে ২০১৩ ও ২০১৪ সালে স্বঘোষিত আত্মরক্ষামূলক মিলিশিয়াদের নৃশংসতার জন্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের ২০টি অভিযোগ আনা হয়েছে।মঙ্গলবার তার উদ্বোধনী বিবৃতিতে তিনি আদালতকে বলেন, তিনি যুদ্ধে জড়িত হওয়ার পরিবর্তে শান্তির সন্ধানে প্রত্যাবর্তনকে উৎসর্গ করেছেন এবং কোনও অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। ২০১৩ সালের শুরুর দিকে সেলেকা বিদ্রোহীরা প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজকে ক্ষমতাচ্যুত করার পর প্রাক্তন ফরাসি উপনিবেশ সিএআর রক্তক্ষয়ী সাম্প্রদায়িক সংঘাতের দিকে ধাবিত হয়। মোকোমের জঙ্গি গোষ্ঠী প্রধানত খ্রিস্টান এবং অ্যানিমিস্টদের সমন্বয়ে গঠিত হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct