আপনজন ডেস্ক: ইতিহাস গড়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। এই প্রথমবার কোনো দেশ চাঁদের অনাবিষ্কৃত পৃষ্ঠে মহাকাশযান সফলভাবে অবতরণে সক্ষম হল। বুধবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা যখন ক্ষণ গণনা করছিলেন, তখন ডাবলিনে সেটা দেখছিলেন ভারতীয় ক্রিকেটাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দল এখন ডাবলিনে। বুধবার তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তাতে বাগড়া দিয়েছে বৃষ্টি। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের পোস্ট করা ছবিতে দেখা যায়, জসপ্রিত বুমরাহর নেতৃত্বাধীন ভারতীয় দলের ক্রিকেটাররা সবাই টেলিভিশনের সামনে চন্দ্রযান-৩-এর অভিযান দেখছেন। ল্যান্ডার বিক্রমের অবতরণের পর অন্য একটি ছবিতে সবাইকে হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা গেছে। টুইটারে বিসিসিআই লিখেছে, ‘ইতিহাস তৈরি হল।মিশন সফল। অভিনন্দন’। উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিই জিতেছে ভারত। আজ জিতলে তারা ধোলাই করতে পারবে আয়ারল্যান্ডকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct