নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম, আপনজন: জোটেনি পাকা রাস্তা। এক হাঁটু কাদার মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত। রাস্তার ওপর এক হাঁটু কাদা ,কোথাও আবার জমেছে জল, ভোগান্তির শিকার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাকটিয়া,কালসেনা, ধোবাশোল গ্রামের বাসিন্দাদের।বাড়ি থেকে বেরোনোই দায় গ্রামের বাসিন্দাদের। গ্রামে ঢুকতেও চায়না অ্যাম্বুলেন্স। কেউ অসুস্থ হলে কাঁধে করে তুলে নিয়ে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে হয় পাকা রাস্তায়। দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার হাল বেহাল। হাঁটু কাদা ভর্তি রাস্তা। নাকাল নিত্যযাত্রী ও স্কুল পড়ুয়ারা ।ভোট আসে ভোট যায় মেলে প্রতিশ্রুতি। কিন্তু রাস্তা আর হয় না। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাকটিয়া গ্রাম থেকে ধোবাশোল গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার হাল বেহাল। হাঁটু কাদার মধ্য দিয়ে গ্রামবাসীদের নিত্যদিনের যাতায়াত। বৃষ্টির সময় চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষের।ওই প্যাচপ্যাচে কাদা রাস্তার ওপর দিয়েই সাধারণ মানুষ,ও স্কুল পড়ুয়াদের যাতায়াত,ঘটছে দূর্ঘটনা। নতুন রাস্তার দাবি এলাকাবাসীর। জেলাশাসক দাবি করেছেন, তিনি সবেমাত্র যেহেতু পঞ্চায়েতগুলি গঠন হতে চলেছে, সেটা হয়ে গেলেই ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিচ্ছেন দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান যাতে হয় তা দেখার জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct