আপনজন ডেস্ক: গত শনিবার বোর্নমাউথের বিপক্ষে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে লিভারপুল ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হয়েছে সেই লাল কার্ড। যে কারণে তাঁর ওপর আরোপ হওয়া ৩ ম্যাচের নিষেধাজ্ঞাও আর বলবৎ থাকছে না। এখন নিউক্যাসলের বিপক্ষে রোববারের ম্যাচে খেলতে পারবেন ম্যাক অ্যালিস্টার। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে এ খবর লিভারপুল শিবিরে নিশ্চিতভাবেই স্বস্তি ফেরাবে। লিভারপুল–বোর্নমাউথ ম্যাচের ৫৮ মিনিটের খেলা চলছিল তখন। লিভারপুল এগিয়ে ছিল ২–১ গোলে। ইয়ুর্গেন ক্লপের দল চেষ্টা করছিল ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার। কিন্তু তখনই বড় ধাক্কা খায় অ্যানফিল্ডের ক্লাবটি। প্রতিপক্ষের ডি–বক্সের একটু বাইরে লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বোর্নমাউথের রায়ান ক্রিস্টিয়ের পা মাড়িয়ে দেন। তাৎক্ষণিকভাবে ম্যাক অ্যালিস্টারকে লাল কার্ড দেখান রেফারি। রেফারির এমন সিদ্ধান্তে সে সময় বেশ বিস্ময় প্রকাশ করতে দেখা যায় ম্যাক অ্যালিস্টারকে। লিভারপুলের অন্য খেলোয়াড়েরাও এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। ডাগআউট থেকে প্রতিবাদ জানান লিভারপুল কোচ ক্লপও। কিন্তু এরপরও বদলায়নি রেফারির সিদ্ধান্ত। ২৪ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাঠ ছাড়তে হয় হতাশা নিয়েই। ম্যাক অ্যালিস্টারকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেন সমর্থকেরাও। ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার সামাজিক যোগাযোগমাধ্যমে রেফারির এ সিদ্ধান্তকে ‘আহাম্মকি’ বলেও মন্তব্য করেছেন। আর ম্যাচের পর রেফারির এই সিদ্ধান্তকে ‘নির্মম’ বলে মন্তব্য করেন ক্লপ। তবে সেটুকুতেই থেমে যায়নি লিভারপুল। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) স্বাধীন রেগুলেটরি কমিশনের কাছে আবেদনও করে তারা। সে আবেদনের ফল লিভারপুলের পক্ষে এসেছে। ম্যাক অ্যালিস্টারের লাল কার্ড বাতিল করেছে এফএ। এক বিবৃতিতে এফএর পক্ষ থেকে বলা হয়েছে, ‘একটি স্বাধীন রেগুলেটরি কমিশন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ওপর আরোপ করা তিন ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করেছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct