আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: সমস্ত ট্রেন দাঁড়ানোর দাবিতে নিত্যযাত্রীদের অবরোধের ফলে বহু ট্রেন দাঁড়িয়ে নিত্যযাত্রীদের হয়রানির শিকার হতে হল মদনপুর স্টেশনে। বহু রেল যাত্রী মেমু ট্রেনের ছোট গেট হওয়ার কারণে নিত্যযাত্রীদের উঠতে অসুবিধা এবং মদনপুর স্টেশনে বারোবগি দাঁড় করানোর দাবিতে নিত্যযাত্রীরা সকাল ৭:১৫ থেকে অবরোধ করেন। এর ফলে শিয়ালদহ শান্তিপুর কৃষ্ণনগর লালগোলা সমস্ত লোকাল এবং দূরপাল্লার ট্রেন আটকে যায় বিভিন্ন স্টেশনে। বহু যাত্রী সকাল থেকেই হয়রানির শিকার। অবরোধের ফলে কৃষনগর শিয়ালদহ শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়। অবরোধ কারীদের দাবি সমস্ত ট্রেন দাঁড় করাতে হবে। করাণ, ভিড়ের জন্য বহু ট্রেনে উঠতে পারেন না। সেই দাবির সপক্ষে বেশ কয়েক ঘন্টা মদনপুর স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ আসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বাস দেয় সমস্ত ট্রেন দাঁড়ানো দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct