আপনজন ডেস্ক: ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরিশোধিত বর্জ্য জল বৃহস্পতিবার থেকে সমুদ্রে ফেলতে যাচ্ছে জাপান। মন্ত্রিসভার বৈঠকে জাপান এ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেশী দেশের বিরোধিতা সত্ত্বেও ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রশান্ত মহাসাগরে পরিশোধিত বর্জ্যপানি নিষ্কাশন করবে জাপান। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা এ পরিকল্পনা অনুমোদন করার কয়েক সপ্তাহ পরই জাপান এই সিদ্ধান্ত নেয়। রোববার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্ল্যান্টটি পরিদর্শন করেন। পরে মন্ত্রিসভার বৈঠক করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct